শিশুদের পর্নোগ্রাফি আসক্তির উপর রাশ টানতে নতুন কমিটি গঠন সরকারের
ইন্টারনেটে বিভিন্ন ধরনের পর্নোগ্রাফির প্রতি শিশুদের আসক্তির বিষয় নিয়ে এবার উত্তাল হল রাজ্যসভা। এআইএডিএমকে সাংসদ বিজিলা সত্যনান্থ ইন্টারনেটে শিশুদের পর্নোগ্রাফির প্রতি আসক্তির বিষয়টা উত্থাপন করার পরেই সংসদে শুরু হয় জোর তরজা।

২৮শে নভেম্বর শুরু হয় প্রথম তরজা
গত ২৮শে নভেম্বর পর্নোগ্রাফির প্রতি শিশুদের আসক্তির রাজ্যসভায় উঠলে উপ-রাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু কংগ্রেস সাংসদ জয়রাম রমেশকে সোশ্যাল মিডিয়া এবং ইন্টারনেটের অন্যান্য প্ল্যাটফর্মে অশ্লীলতা রোধের জন্য দৃঢ় পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেন। পাশাপাশি তাঁর নেতৃত্বে দশটি রাজনৈতিক দলের মোট চোদ্দ জন সাংসদকে নিয়ে একটি কমিটিও গঠন করা হয়। এই কমিটি পর্নোগ্রাফির প্রতি শিশুদের বেড়ে চলা আসক্তির উপর নজরদারি করবে বলে জানা গেছে।

নতুন কমিটি গঠনের প্রস্তাব উপ-রাষ্ট্রপতির
সূত্রের খবর, বিষয়টি সংসদে উঠলে সাংসদরা এই বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য চলতি সপ্তাহের সোমবার এ নিয়ে বিশদে আলোচনা করেন। এআইএডিএমকে সাংসদ বিজিলা সাথ্যনান্থের এই বিষয়টি সংসদে উত্থাপন করার পরেই নাইডু এই কমিটি গঠন করার পরামর্শ দেন।
অন্যদিকে, সোশ্যাল মিডিয়া এবং ইন্টারনেটে শিশুদের পর্নোগ্রাফির প্রতি আসক্তির বিষয়টা কিভাবে নিয়ন্ত্রণে করা যায়, তা খতিয়ে দেখবে ওই কমিটি। পাশাপাশি এই বিষয়ে আইন প্রয়োগকারী সংস্থা ট্রাই এবং সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে হোয়াটসঅ্যাপ এবং ফেসবুকের সাথে আলোচনা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সূত্রের খবর।

পরামর্শ নেওয়া হবে বিশেষজ্ঞদেরও
তার সাথেই ওই কমিটি সিদ্ধান্ত নিয়েছে যে তারা এই ধরণের সংবেদনশীল বিষয়ে নাগরিক সমাজ, শিশু বিশেষজ্ঞ, এবং আইন প্রণয়নকারী বিভিন্ন সরকারী সংস্থাগুলির সাথে পরামর্শ করবে প্রয়োজনে। পাশাপাশি টেলিযোগাযোগ নিয়ন্ত্রক ট্রাই, জাতীয় শিশু অধিকার সংরক্ষণ কমিশনের সাথেও আলোচনা করবে। এর সাথেই সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় সংস্থাগুলি যেমন টিকটক, হোয়াটসঅ্যাপ, গুগল, ফেসবুক, শেয়ারচ্যাট এবং মাইক্রোসফ্টের সাথেও শিশু পর্নোগ্রাফি রোধের বিষয়ে আলোচনা করবে।

কমিটির অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য
প্রসঙ্গত, ওই চোদ্দ জন কমিটির অন্যতম সদস্যরা হলেন বিনয় পি শশরাবুদ্ধে, রাজীব চন্দ্রশেখর, রূপা গাঙ্গুলি, জয়রাম রমেশ, এমভি রাজীব গৌদা, অমি যজ্ঞিক, ডেরেক ও' ব্রায়ান, তিরুচি শিভা, বিজিলা সত্যনান্থ, জয়া বচ্চন, বন্দনা চৌহান, কাহকাশন পেরুইন এবং সঞ্জয় সিং।
প্রতীকী ছবি