For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বেসরকারি হাসপাতাল ও সেবা কেন্দ্রে দৈনিক টিকাকরণের হিসাব নেই কেন্দ্র সরকারের কাছে

করোনা ভ্যাকসিন নিয়ে আরটিআই

Google Oneindia Bengali News

সরকারি হাসপাতাল ও স্বাস্থ্য সেবা কেন্দ্রতে দৈনিক করোনা ভ্যাকসিনের তথ্য সংগ্রহ করলেও ব্রাত্য থেকে যাচ্ছে বেসরকারি হাসপাতাল ও ভ্যাকসিন পরিষেবা কেন্দ্রগুলি। সম্প্রতি সমাজ কর্মী ও কমোডোর (‌অবসরপ্রাপ্ত)‌ লোকেশ বাত্রা তথ্য জানার অধিকারে সরকারের থেকে এই তথ্য জানতে চেয়েছিলেন। তথ্য জানার অধিকারের আবেদনের প্রতিক্রিয়ায় কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে যে বেসরকারি হাসপাতাল ও পরিষেবা কেন্দ্রগুলিতে দৈনিক করোনা ভ্যাকসিনের কোনও তথ্য তাদের কাছে নেই।

আরটিআইয়ে সরকারের জবাব

আরটিআইয়ে সরকারের জবাব

সরকারের প্রথম জবাবে তারা বলেছে, '‌বেসরকারি হাসপাতাল/‌প্রতিষ্ঠানগুলি সরাসরি ভ্যাকসিন নির্মাতাদের কাছ থেকে ভ্যাকসিন সংগ্রহ করছে। তাই ভ্যাকসিন নির্মাতা ও বেসরকারি হাসপাতাল/‌প্রতিষ্ঠানগুলির মধ্যে থেকেই তথ্য জানতে চাওয়া হোক। আলাদা করে টিকাকরণের কোনও তথ্য উপলব্ধ নেই, যদিও টিকাদান তথ্য ২ তারিখ নীচের লিঙ্কে (‌https://dashboard.cowin.gov.in/ )‌ ক্লিক করলে তথ্য দেখা যাবে।'‌

বেসরকারি হাসপাতাল ভ্যাকসিন নির্মাতাদের থেকে ডোজ নিচ্ছে

বেসরকারি হাসপাতাল ভ্যাকসিন নির্মাতাদের থেকে ডোজ নিচ্ছে

৭ অগাস্টের প্রদত্ত আবেদনের আদেশে বলা হয়েছে, কোভিড-১৯ টিকাকরণের ডোজ কেনার প্রশ্নে সরকার জানিয়েছে যে বেসরকারি হাসপাতাল, বেসরকারি স্বাস্থ্য পরিষেবা এবং বেসরকারি সত্তাগুলি নির্মাতাদের থেকে সরাসরি ভ্যাকসিন কেনে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক বলেছে, '‌ভ্যাকসিন নির্মাতাদের কাছ থেকে বেসরকারিহাসপাতাল, বেসরকারি স্বাস্থ্য পরিষেবা, বেসরকারি সত্তা সরাসরি ভ্যাকসিন সংগ্রহ করার পর থেকেই এই তথ্য সংগ্রহ করা হয়নি এবং তা রক্ষণাবেক্ষ করা হয়নি।'‌

বেসরকারি টিকাকরণ তথ্য নিয়ে অস্পষ্টতা

বেসরকারি টিকাকরণ তথ্য নিয়ে অস্পষ্টতা

বাত্রা তাঁর আবেদনে বলেছেন, '‌১৩.‌০৬.‌২০২১-এর আমার আরটিআই আবেদনের পরিপ্রেক্ষিতে, যা ১৯.‌০৫.‌২০২১ তারিখে করা হয়েছিল, জীবন বা স্বাধীনতার ধারা, কোভিড-১৯-এর সংক্রমণের কারণে এবং দৈনিক বিশাল প্রাণহানি অন্তর্গত, সেখানে দেখা গিয়েছে স্বরাষ্ট্র ও পরিবার কল্যাণ মন্ত্রকের প্রেস বিজ্ঞপ্তি, যা ৬ অগাস্ট প্রকাশিত হয়েছিল, সেখানে দেখা গিয়েছে ভারতের সামগ্রিক কোভিড টিকাকরণ ৫০ কোটি (‌ডোজ)‌ অতিক্রম করে গিয়েছে (‌৫০,০৩,৪৮,৮৬৬)‌। কিন্তু সেখানে কোথাও উল্লেখ ছিল না যে বেসরকারি হাসপাতাল/‌প্রতিষ্ঠান, বেসরকারি কোভিড পরিষেবা কেন্দ্রগুলিতে মোট কতজনকে টিকা দেওয়া হয়েছে।'‌ বেসরকারি হাসপাতালে মোট কতজনকে টিকাকরণ করানো হয়েছে এ প্রসঙ্গে সরকার তার প্রতিক্রিয়ায় বলে, '‌বেসরকারি হাসপাতাল-প্রতিষ্ঠান দ্বারা পরিচালিত কোভিড-১৯ টিকাকরণের তারিখ সেই রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল থেকে পাওয়া যেতে পারে যেখানে এই ধরনের বেসরকারি কোভিড টিকা কেন্দ্র রয়েছে।'‌

৩ কোটি ভ্যাকসিন ডোজের হিসাব পাওয়া যায়নি

৩ কোটি ভ্যাকসিন ডোজের হিসাব পাওয়া যায়নি

কমোডোর বাত্রা বলেন, '‌২২ সেপ্টেম্বর রাত ৭টা ৫৪ মিনিটে স্বরাষ্ট্র মন্ত্রক পিআইবি রিলিজে জানায় যে ভারতে কোভিড-১৯ টিকাকরণ ৮৩ কোটি ল্যান্ডমার্ক মাইলস্টোন কভার করেছে। ওইদিন সন্ধ্যা ৭টা পর্যন্ত ৬৪ লক্ষের বেশি (‌৬৪,৯৮,২৭৪)‌ ভ্যাকসিন ডোজ দেওয়া হয়েছে।'‌ তিনি এও বলেন ২২ সেপ্টেম্বর রাত ৯টা ৪০ মিনিটে আরও একটি পিআইবি রিলিজে বলা হয়েছে, '‌দেশজুড়ে টিকাকরণ কর্মসূচিতে ভারত সরকার রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে বিনামূল্যে কোভিড ভ্যাকসিন দেওয়া হয়েছে।'‌ বাত্রা এও বলেন, '‌সার্বজনীন কোভিড-১৯ টিকাকরণ অভিযানের নতুন পর্বে, কেন্দ্রীয় সরকার দেশে টিকা প্রস্তুতকারকদের দ্বারা উৎপাদিত ৭৫ শতাংশ ভ্যাকসিন সংগ্রহ এবং সরবরাহ করবে (বিনা মূল্যে) রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে।'‌ তিনি এও বলেন, '‌৮০.‌১৩ কোটির বেশি (‌৮০,১৩,২৬,৩৩৫)‌ ভ্যাকসিন ডোজ রাজ্য/‌কেন্দ্রশাসিত অঞ্চলে কেন্দ্র সরকার (‌বিনা মূল্যে)‌ ও রাজ্য ক্রয় বিভাগের মাধ্যমে সরাসরি দেওয়া হয়েছে।'‌ তবে বাত্রা এও জানিয়েছেন যে প্রায় ৩ কোটি ভ্যাকসিন ডোজের পার্থক্য কোথা থেকে এল সে বিষয়ে কেন্দ্র সরকার কোনও ব্যাখা দেয়নি।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

English summary
The government does not have information on daily corona vaccine in private hospitals
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X