For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আটকে থাকা ‌১৫ লক্ষ শ্রমিককে ফেরাতে বিশেষ ট্রেনের ব্যবস্থা করতে পারে সরকার

আটকে থাকা ‌১৫ লক্ষ শ্রমিককে ফেরাতে বিশেষ ট্রেনের ব্যবস্থা করতে পারে সরকার

Google Oneindia Bengali News

লকডাউন কিছুটা আলগা করতে চলেছে সরকার। দেশের বিভিন্ন অংশে আটকে পড়া নাগরিকদের জন্য বাস চলাচল করার অনুমতি দেওয়ার পর আরও কিছু স্বস্তি দেওয়ার মতো ব্যবস্থা ঘোষণা করা হবে বলে মনে করা হচ্ছে। বাসে করে ১৫ লক্ষ নাগরিকদের নিয়ে আসা বেশ কষ্টসাধ্য ও চ্যালেঞ্জের ব্যাপার বলে সরকার পরিকল্পনা নিয়েছে যে পরিযায়ী শ্রমিকদের জন্য বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হবে।

বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত

বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত

জানা গিয়েছে, এই বিশেষ ট্রেন চলাচল করার পদ্ধতি নিয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য বৃহস্পতিবার বিকেল ৫ টায় রেল মন্ত্রকের একটি গুরুত্বপূর্ণ বৈঠক ডাকা হয়, যা এখনও চলছে। করোনা ভাইরাস লকডাউনের সঙ্কটের সময় সারা দেশের পরিযায়ী শ্রমিকদের নিজ নিজ রাজ্যে পাটানোর জন্য বহু রাজ্যের মুখ্যমন্ত্রী কেন্দ্রের কাছে এই দাবি তুলে ধরেছিল। ভারতীয় রেল বিশেষ ট্রেনগুলি সম্পর্কে আসন্ন আদেশ মেনে চলার জন্য সরকারের প্রতি তৎপরতা প্রকাশ করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লকডাউনের মেয়াদ ৩ মে পর্যন্ত ঘোষণা করার পর সব ট্রেন পরিষেবা বাতিল করে দেওয়া হয়। স্বরাষ্ট্র মন্ত্রক আটকে পড়া নাগরিকদের জন্য নির্দেশ জারি করেছে।

সফরে ছাড় রয়েছে আটকে পড়া শ্রমিক, পর্যটক ও পড়ুয়াদের

সফরে ছাড় রয়েছে আটকে পড়া শ্রমিক, পর্যটক ও পড়ুয়াদের

বুধবার স্বরাষ্ট্রমন্ত্রকের জারি হওয়া নির্দেশ অনুসারে, আটকে থাকা পরিযায়ী শ্রমিক, পর্যটক, পড়ুয়া তাঁরা প্রত্যেকে তাঁদের নিজ নিজ রাজ্যে সফর করতে পারবেন। রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলের সরকারকে অনুরোধ করা হয়েছে যে করোনা ভাইরাসের লকডাউনের কারণে দেশের বিভিন্ন প্রান্তে আটকে থাকা এ ধরনের নাগরিকদের জন্য আন্তঃরাজ্য চলাচলের সুবিধা দেওয়া হোক। স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশে এও বলা হয়েছে যে সব ভ্রমণকারীদের মেডিক্যাল টেস্ট করানো হবে এবং সবাইকে হোম-কোয়ারান্টাইনে যেতে হবে। রাজ্য এবং কেন্দ্র শাসিত অঞ্চলগুলি মনোনীত নোডাল অফিসারকে আটকে পড়া নাগরিকদের পাঠানো ও গ্রহণ করার জন্য একটি নিয়ম তৈরি করার জন্য বলেছিল। যদি আটকে পড়া নাগরিকদের কটি দল আন্তঃরাজ্য চলাচলের জন্য অনুরোধ করে তবে যাতে এই দুই প্রশাসন একে-অপরের সঙ্গে আলোচনা করে সড়কপথে তাদের নিয়ে আসতে পারে।

বিভিন্ন রাজ্য আটকে থাকা নাগরিকদের ফেরাতে উদ্যোগী হচ্ছে

বিভিন্ন রাজ্য আটকে থাকা নাগরিকদের ফেরাতে উদ্যোগী হচ্ছে

১৫ এপ্রিল স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয় যে অসংক্রমণহীন ব্যক্তিরা সফর করতে পারবে। নির্দেশে বলা হয়েছে, ‘‌বিভিন্ন গ্রুপের যাতায়াতের জন্য বাস ব্যবহার করা হবে। বাসগুলি স্যানিটাইজ করা হবে এবং বসার ক্ষেত্রে নিরাপদ সামাজিক দূরত্বের নিয়ম অনুসরণ করা হবে।'‌ এই নির্দেশের পরই রাজ্যগুলি বাসের বন্দোবস্ত করে। এই নির্দেশের পরই মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, গুজরাত, ও অন্ধ্রপ্রদেশ সহ বিভিন্ন সরকার দেশের বিভিন্ন প্রান্তে আটকে থাকা তাঁদের নাগরিকদের ফিরিয়ে আনার উদ্যোগ নেয়।

English summary
The Ministry of Home Affairs (MHA), in an order on Wednesday, allowed all stranded migrant workers, tourists, students to travel to their native states. In its directive to states and Union Territories (UTs), Centre urged them to facilitate the inter-state movement of such citizens held up in various parts of the country due to coronavirus outbreak-necessitated lockdown.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X