করোনা আতঙ্কে জেরে সংসদে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা সরকারের
ইতিমধ্যে ভারতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা। সূত্রের খবর, দেশব্যাপী এই মহূর্তে ৭০ জনেও বেশি মানুষের দেহে করোনা ভাইরাসের উপস্থিতি দেখতে পাওয়া গেছে।

অন্যদিকে বিশ্বব্যাপী করোনা সংক্রমণের জেরে ৪০০০-র বেশি মানুষের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। পাশাপাশি আক্রান্তের সংখ্যা দেড় লক্ষের সীমা ছাড়িয়েছে। ইতিমধ্যে আগামী ১ মাসের জন্য নতুন কোনো ভিসা ইস্যু করা হবে না বলে সাফ জানিয়েছে কেন্দ্র সরকার।
প্রতিটি এয়ারপোর্টে চলছে কড়া নজরদারি। পাশাপাশি গত দুসপ্তাহের মধ্যে যারা বিদেশ থেকে ফিরেছেন তাদের ডাক্তারি পরীক্ষা করার অনুরোধ করা হয়েছে। এমতাবস্থায় করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের ভয়ে সংসদে সাধারণ দর্শনার্থীদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করল সরকার। বৃহষ্পতিবার সংসদে বহিরাগতদের জন্য পাস বাতিলের সিদ্ধান্তও নেওয়া হয়। যদিও পরবর্তীকালে এই বিষয়ে সংসদ বিষয়ক মন্ত্রী প্রল্লাদ জোশীকে প্রশ্ন করা হলে তিনি কোনও মন্তব্য করেননি।
করোনা ভাইরাসের মহামারীর সবচেয়ে খারাপ সময় কেটে গিয়েছে! চিন দিচ্ছে কোন বার্তা