For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিমানবন্দরে দীর্ঘ সময় রেখে কোভিড পরীক্ষার বিষয়টিকে দুষলেন বায়োকনের প্রতিষ্ঠাতা

বিমানবন্দরে দীর্ঘ সময় রেখে কোভিড পরীক্ষার বিষয়টিকে দুষলেন বায়োকনের প্রতিষ্ঠাতা

  • |
Google Oneindia Bengali News

দক্ষিণ আফ্রিকায় খোঁজ মেলা করোনার নতুন স্ট্রেণ ওমিক্রণ নিয়ে রীতিমতো আশঙ্কায় রয়েছে সারা বিশ্ব। ওমিক্রন সংক্রমণ রুখতে দেশের বিমানবন্দরগুলি কোভিডবিধি পালন, কোভিড পরীক্ষা সহ একাধিক বিষয়ের উপর জোর দিয়েছে দেশ৷ এবার বিমানবন্দরে সেই কোভিড পরীক্ষার দীর্ঘসূত্রতা নিয়ে তোপ দাগলেন বায়োকনের প্রতিষ্ঠাতা৷

বিমানবন্দরে দীর্ঘ সময় রেখে কোভিড পরীক্ষার বিষয়টিকে দুষলেন বায়োকনের প্রতিষ্ঠাতা

বায়োকনের নির্বাহী চেয়ারপারসন কিরণ মজুমদার শাহ বুধবার বলেন বিমানবন্দরে দীর্ঘ সময় অপেক্ষার কারণে, যাত্রীদের নতুন করোনভাইরাস স্ট্রেন (ওমিক্রন) দ্বারা সংক্রামিত হওয়ার সম্ভাবনা খুব বেশি।

কিরণ টুইটারে লেখেন, ' ওমিক্রন ভ্রমণের নিয়মের প্রথম দিন থেকে বিমানবন্দরে ৬ ঘন্টা পর্যন্ত পরীক্ষার জন্য অপেক্ষা করতে হচ্ছে, আপনার সংক্রমণ না থাকলেও ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে আপনাকে বিমানবন্দরে করোনা নেগেটিভ সার্টিফিকেট নিতে হচ্ছে! এভাবেই ১লা ডিসেম্বর থেকে দেশে নতুন ভ্রমণ নিয়ম চালু হওয়ার পরে কিরণ টুইট করেছেন নতুন কোভিড স্ট্রেন ওমিক্রনের বিধি নিষেধ নিয়ে৷

আরও একটি টুইটে কিরণ লেখেন, 'ওমিক্রন নিয়ন্ত্রণের জন্য যে সব বিকল্প ব্যবস্থাগুলি নেওয়া হচ্ছে তা বেঙ্গালুরু বিমানবন্দরে সিকিউরিটি ক্লিয়ারেন্সের পুরো বিষয়টিকে দীর্ঘ সময়ের করে তুলেছে। যেটি ভ্রমণকারীদের জন্য একটি বিশাল সংক্রমণের ঝুঁকি তৈরি করেছে৷

নতুন কোভিড ভেরিয়েন্ট ওমিক্রন নিয়ে উদ্বেগের মধ্যে, আন্তর্জাতিক যাত্রীদের জন্য কঠোর নিয়ম মঙ্গলবার মধ্যরাত থেকে কার্যকর হয়েছে এবং 'ঝুঁকিপূর্ণ' দেশ থেকে আগত সমস্ত যাত্রীদের অন্যান্য প্রয়োজনীয়তার মধ্যে বাধ্যতামূলকভাবে কোভিড পরীক্ষা করানোর নিয়ম শুরু হয়েছে দেশে৷

অন্যদিকে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের মতে, ওমিক্রনের ঝুঁকি রয়েছে এরকম দেশগুলি থেকে ভারতে আসা ১১টি ফ্লাইটের ৩৪৭৬জন যাত্রীর কোভিড পরীক্ষার পরে বুধবার ছ'টি কোভিড কেস পাওয়া গিয়েছে৷ যাদের নমুনাগুলি জিনোমিক সিকোয়েন্সিংয়ের জন্য পাঠানো হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে। দিল্লি বিমানবন্দর এবং এএআই অনুসারে, বুধবার দেশের বিভিন্ন অংশে ন'টি বিমানবন্দরে আগত প্রায় ১৯৩২ জন আন্তর্জাতিক যাত্রী কোভিড পরীক্ষা করেছেন।

English summary
Biocon founder Kiran Majumder Shah blamed long time taking in Airport for Covid test, she said it may cause infection to health people
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X