For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্রজাতন্ত্র দিবসে সব আকর্ষণের কেন্দ্রবিন্দু সামরিক শক্তির প্রদর্শন, মাতোয়ারা দিল্লির রাজপথ

প্রজাতন্ত্র দিবসে সব আকর্ষণের কেন্দ্রবিন্দু সামরিক শক্তির প্রদর্শন, মাতোয়ারা দিল্লির রাজপথ

Google Oneindia Bengali News

ভারতের ৭১তম প্রজাতন্ত্র দিবসের সূচনা হল ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালে শহিদ-সেনাদের প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শ্রদ্ধাজ্ঞাপন দিয়ে। এই প্রথম প্রধানমন্ত্রী অমর জ্যোতি জওয়ানের পরিবর্তে ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালে এসে শ্রদ্ধা নিবেদন করেন। এরপরই হয় জাতীয় পতাকা উত্তোলন। তারপর জাতীয় সঙ্গীত ও একুশ গান স্যালুট।

প্রজাতন্ত্র দিবসে সব আকর্ষণের কেন্দ্রবিন্দু সামরিক শক্তির প্রদর্শন, মাতোয়ারা দিল্লির রাজপথ

এবারও দেশের প্রজাতন্ত্র দিবসের প্রধান আকর্ষণ ছিল সামরিক শক্তির প্রদর্শন। মোট ২২টি ট্যাবলো অংশ নেয় এই প্যারেডে। রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ১৬টি ট্যাবলো উপস্থিত থাকবে। বাকি ট্যাবলোগুলি বিভিন্ন মন্ত্রকের। পশ্চিমবঙ্গ ও কেরল-সহ বহু রাজ্যের ট্যাবলোর অংশগ্রহণ খারিজ করেছে কেন্দ্র।

এই প্যারেডের সবথেকে আকর্ষণীয় দিক ছিল দেশের সামরিক শক্তির প্রদর্শন। প্যারেডে ছিল সেনার যুদ্ধ ট্যাঙ্ক ভীষ্ম, বাযুসেনার নতুন রাফালে যুদ্ধবিমান, অ্যাপাচে হেলিকপ্টার ইত্যাদি। ভারতীয় সেনার প্রতিনিধিত্ব করে গোয়ালিয়র ল্যান্সার্সের পোশাকে ৬১ অশ্বারোহী বাহিনী।

একইসঙ্গে ছিল ছটি কলামের কুচকাওয়াজ, আকাশে ধ্রুব ও রুদ্রের প্রদর্শনীও দেখা গিয়েছে এদিন। বায়ুসেনার নেতৃত্বে ছিলেন সেনা অধ্যক্ষ শ্রীকান্ত শর্মা। পাঁচটি জাগুয়ার যুদ্ধবিমান ও পাঁচটি উন্নত মিগ তাদের শক্তি প্রদর্শন করে। সিআরপিএফের মহিলা বাইকাররা এদিন সাহসী স্টান্ট দেখান। ইন্সপেক্টর সীমা নাগ চলন্ত মোটর সাইকেলের উপর দাঁড়িয়ে স্যালুট করেন।

ভারতীয় বিমান বাহিনীর তিনটি চিনুক হেলিকপ্টার আকাশে ভিক গঠন করবে। লাইট হেলিকপ্টারগুলি ত্রিশূল গঠন করবে। এদিন কুচকাওয়াজে অংশ গ্রহণ করেন স্টার্ট আপ ইন্ডিয়া এবং জল জীবন মিশনের মতো প্রকল্পগুলি কুচকাওয়াজে অংশ নেয়।

প্রজাতন্ত্র দিবসে ১৭০০০ ফুট উপরে উত্তোলিত হল জাতীয় পতাকা! সৌজন্যে সেনা, ভিডিও ভাইরালপ্রজাতন্ত্র দিবসে ১৭০০০ ফুট উপরে উত্তোলিত হল জাতীয় পতাকা! সৌজন্যে সেনা, ভিডিও ভাইরাল

English summary
The focus of all attractions on Republic Day was on display of military power. Republic Day is observed in Rajpath of Delhi
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X