For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বোমা-গুলির আওয়াজ আর বারুদের গন্ধে ভোট ‘নির্বিঘ্নে’! দিনভর উত্তেজনা ছত্তিশগড়ে

বোমা-গুলির আওয়াজ আর বারুদের গন্ধ পিছু ছাড়ল ছত্তিশগড়ের প্রথম দফার নির্বাচনে। মাওবাদী অধ্যুষিত ছত্তিশগড়ে প্রথম পর্যায়ের ভোটগ্রহণ শেষ হল।

  • |
Google Oneindia Bengali News

বোমা-গুলির আওয়াজ আর বারুদের গন্ধ পিছু ছাড়ল ছত্তিশগড়ের প্রথম দফার নির্বাচনে। মাওবাদী অধ্যুষিত ছত্তিশগড়ে প্রথম পর্যায়ের ভোটগ্রহণ শেষ হল। তবে ভয়কে জয় করে ভোটের চিত্রও এদিন দেখা গেল ছত্তিশগড়ের ভোটকেন্দ্রগুলিতে। একদিকে যখন গুলির আওয়াজ চলছে, তখন ভোটকেন্দ্রে এসে ভোট দিলেন ছত্তিশগড়ের ভোটদাতারা।

ভোট শতাংশ প্রথম দফায়

দিনের শেষে নির্বাচন কমিশনের পক্ষে থেকে জানানো হয়েছে, ৭০ শতাংশ ভোট পড়েছে প্রথম দফায়। প্রাথমিক এই হিসাব জানিয়ে নির্বাচন কমিশনের পক্ষ থেকে উমেশ সিনহা জানান, এই সংখ্যাটা পরে আপডেট হবে। অর্থাৎ ভোট শতাংশের হাত আরও কিছুটা বাড়বে।

মাও আতঙ্কে নির্বিঘ্ন ভোট

আর এক নির্বাচনী আধিকারিক সুদীপ জৈন জানান, মাও অধ্যুষিত এই কেন্দ্রে ভোটদান নির্বিঘ্নেই হয়েছে। মাও হানার আতঙ্ক পিছনে ফেলে মানুষ এসেছেন ভোটকেন্দ্র। আর মাত্র এক শতাংশ ইভিএম ও ১.৯ শতাংশ ভিভিপ্যাট বদলাতে হয়েছে।

গুলির লড়াই মাও-সেনার

এদিকে ভোটের দিন দফায় দফায় গুলির লড়াই চলে মাওবাদীদের সঙ্গে। ভোটগ্রহণ চলাকালীন ছত্তিশগড়ের বীজপুরে নিরাপত্তারক্ষীদের সঙ্গে মাওবাদীদের গুলির লড়াই হয়। সেই গুলির লড়াইয়ে ভীতির সঞ্চার হয় ভোটারদের মধ্যে। আহত হয় দুই কোবরা বাহিনীর জওয়ান। পাঁচ মাওবাদীর মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানানো হলেও, তার সত্যতা মেলেনি। দুই মাওবাদীর মৃত্যু হয়েছে বলে জানানো হয়েছে। দুটি অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে।

নজরকাড়া কেন্দ্র

নজরকাড়া কেন্দ্র

এদিন মাওবাদী অধ্যুষিত ছত্তিশগড়ে প্রথম পর্যায়ের ১৮ টি আসনে নির্বাচন হয়। তার মধ্যে ১০ টি আসনে ভোটগ্রহণ শেষ হয়ে যায় বিকেল তিনটের মধ্যে। সকলের নজর ছিল রাজনন্দগাঁও কেন্দ্রের দিকে। এই কেন্দ্র থেকে লড়ছেন মুখ্যমন্ত্রী রমন সিং। তাঁর বিরুদ্ধে প্রার্থী অটলবিহারী বাজপেয়ীর ভাইঝি করুণা শুক্লা। সেইসঙ্গে ভোট বয়কটের ডাক দিয়েছিল মাওবাদীরা। সব নিয়ে টানটান উত্তেজনায় শেষ হয় নির্বাচন।

English summary
The first phase of Chhattishgarh assembly election is ended safely in spite of Mao-attack.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X