For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কাশ্মীরের এই ভূমিকন্যা দেখাচ্ছেন নতুন স্বপ্নের দিশা, উপত্যকার নতুন গর্ব ইরম হাবিব

উপত্যকা যখন একদিকে রক্তপাত আর বারুদের গন্ধে থমথমে , তখন আরেকদিকে সেখানের মানুষকে নতুন স্বপ্নের উড়ানের দিশা দেখাচ্ছেন ইরম হাবিব।

  • |
Google Oneindia Bengali News

যাবতীয় প্রতিবন্ধকতাকে পিছনে ফেলে দিয়ে এক অসামান্য গাথা রচনা করেছেন কাশ্মীরের ইরম হাবিব। উপত্যকা যখন একদিকে রক্তপাত আর বারুদের গন্ধে থমথমে , তখন আরেকদিকে সেখানের মানুষকে নতুন স্বপ্নের উড়ানের দিশা দেখাচ্ছেন ইরম হাবিব।

কাশ্মীরের এই ভূমিকন্যা দেখাচ্ছেন নতুন স্বপ্নের দিশা, উপত্যকার নতুন গর্ব ইরম হাবিব

২০১৬ সালে কাশ্মীরের প্রথম মহিলা পাইলট হিসাবে এয়ারইন্ডিয়ায় যোগ দেন তানভি রায়না। কাশ্মীর পণ্ডিত হিসাবে তানভি সেই সময় প্রভূত সম্মান পান। গত বছর ২১ বছরের আয়েষা আজিজ কনিষ্ঠতম স্টুডেন্ট পাইলট হিসাবে নিজের নাম এই তালিকায় নথিভূক্ত করেন। আর এবার পালা ইরম হাবিবের। তবে কাশ্মীরের প্রথম মুসলিম মহিলা পাইলট হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করে আপাতত কাশ্মীরের গর্ব ইরম।

স্বপ্ন ছিল ডক্টরেট ডিগ্রি অর্জনের। তবে তা ত্যাগ করে ইরম ধীরে ধীরে নিজেকে পাইলট হিসাবে গড়ে তোলেন। ২০১৬ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে নিজের যাবতীয় ডিগ্রি শেষ করে ইরম আপাতত নয়াদিল্লিতে কমার্শিয়াল পাইলট হওয়ার ট্রেনিং নিয়ে চলেছেন। ইরম বলছেন, 'আমি কাশ্মীরি মুসলিম হয়েও পাইলট , এটা যিনিই শোনেন আবাক হন, তবে আমি আমার স্বপ্ন পূরণে আপাতত ব্যস্ত। '

English summary
The First Muslim Woman Commercial Pilot Iram habib makes kashmir Proud .
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X