For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ডেল্টা প্লাস করোনা স্ট্রেনে প্রথম মৃত্যু মধ্যপ্রদেশে

ডেল্টা প্লাস করোনা স্ট্রেনে প্রথম মৃত্যু মধ্যপ্রদেশে

  • |
Google Oneindia Bengali News

করোনার মিউটেন্ট স্ট্রেন ডেল্টা প্লাসে এবার প্রথম একজন রোগী মারা গেলেন মধ্যপ্রদেশে৷ পুরো রাজ্যে পাঁচজন কোভিড রোগী ডেল্টা প্লাস স্ট্রেনে সংক্রমিত হয়েছে বলে চিহ্নিত করা গিয়েছে৷ কিন্তু যাদের মধ্যে দু'জন ছিলেন উজ্বয়িনীর। যার একজন বৃহস্পতিবার মারা গিয়েছেন৷ রোগীর জিনোমক্রম পরীক্ষা করেই এই তথ্য সামনে এসেছে বলে নোডাল অখিসার ডঃ রৌনক জানিয়েছেন।

ডেল্টা প্লাস করোনা স্ট্রেনে প্রথম মৃত্যু মধ্যপ্রদেশে

ডেল্টা প্লাস কতটা সংক্রামক?

মধ্যপ্রদেশ স্বাস্থ্যদফতরের পক্ষ থেকে জানানো হয়েছে। ডেল্টা প্লাস পাওয়া গিয়েছে এরকম পাঁচজন মানুষের সংস্পর্শে আসা অন্তত ২৫ জন মানুষের করোনা পরীক্ষা করা হয়৷ কিন্তু তাদের সবারই করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে। এতে আশা জাগলেও এনিয়ে গবেষণা ও পরীক্ষা চালু রাখা হয়েছে৷ এবং করোনা সংক্রমিতদের শরীরে পাওয়া ভাইরাস পরীক্ষা করে দেখা হচ্ছে যে ডেল্টা প্লাস ভ্যারিয়েন্ট কতটা সংক্রামক।

ডেল্টা প্লাসে আক্রান্তদের উপর ভ্যাকসিন কেমন কাজ করছে?

মধ্যপ্রদেশের কোভিড বিষয়ক নোডাল অফিসার ডঃ রৌনক জানিয়েছেন রাজ্যে পাঁচজনের দেহে ডেল্টা প্লাস স্ট্রেন পাওয়া গিয়েছে। যার মধ্যে চারজন সম্পূর্ণ সুস্থ হয়ে গিয়েছেন৷ এদের প্রত্যেকের দু'টি ডোজ ভ্যাকসিন নেওয়া ছিল৷ যে মহিলা বৃহস্পতি মারা গিয়েছেন করোনার ডেল্টাপ্লাস স্ট্রেনে তাঁর ভ্যাকসিনেশন সম্পূর্ণ হয়নি৷ কিন্তু তাঁর স্বামী যিনিও এই ডেল্টা প্লাসে স্ত্রীর আগেই সংক্রমিত হয়েছিলেন সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছেন। মৃতার স্বামীরও ভ্যাকসিনেশন সম্পূর্ণ ছিল৷

বিশ্বের সবচেয়ে সংক্রামক করোনা স্ট্রেন হওয়ার দৌড়ে 'ডেল্টা', ৮৫ দেশে মিলল খোঁজ বিশ্বের সবচেয়ে সংক্রামক করোনা স্ট্রেন হওয়ার দৌড়ে 'ডেল্টা', ৮৫ দেশে মিলল খোঁজ

সম্প্রতি দেশে সেকেন্ড ওয়েভের সময় করোনার ত্রিপল মিউটেন্ট ডেল্টা স্ট্রেন চিহ্নিত হয়। এবং সেকেন্ড ওয়েভে ভারত সহ আরও কয়েকটি দেশে ভয়ঙ্কর আকার নিয়েছিল যার জন্য WHO এই অতি সংক্রামক ও মারণ ডেল্টা ভাইরাসকেই দায়ি করেছিল। এরপর সম্প্রতি ডেল্টা প্লাস ভ্যারিয়েন্টের খোঁজ দিয়েছে WHO

English summary
The first death in delta plus corona strain is in Madhya Pradesh
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X