For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

যে সব কৃষক আত্মহত্যা করেন তাঁরা কাপুরুষ, মন্তব্য করে বিতর্কের মুখে কর্নাটকের মন্ত্রী

যে সব কৃষক আত্মহত্যা করেন তাঁরা কাপুরুষ, মন্তব্য করে বিতর্কের মুখে কর্নাটকের মন্ত্রী

Google Oneindia Bengali News

কেন্দ্র সরকারের তিনটে কৃষি বিল নিয়ে যখন গোটা দেশের কৃষক সমাজ উত্তাল, ঠিক তখনই কর্নাটকের কৃষিমন্ত্রী বি সি পাটিল বৃহস্পতিবার জানিয়েছেন যে, যে সব কৃষক আত্মহত্যা করেন তাঁরা কাপুরুষ। মন্ত্রী কর্নাটকের কোদাগু জেলার পোনামপেটের কৃষকদের উদ্দেশ্যে বলেন, '‌যে সব কৃষক আত্মহত্যা করেন তাঁরা কাপুরুষ। একমাত্র কাপুরুষরাই তাঁদের স্ত্রী এবং সন্তানদের খেয়াল না রেখে আত্মঘাতী হন। আমরা যখন জলে পড়ি, আমরা তখন সাঁতার কাটি এবং জয়লাভ করি।’

যে সব কৃষক আত্মহত্যা করেন তাঁরা কাপুরুষ, মন্তব্য করে বিতর্কের মুখে কর্নাটকের মন্ত্রী


মন্ত্রী পোনামপেটের বাঁশ চায়কারীদের বোঝাচ্ছিলেন কৃষির ব্যবসা কতটা লাভজনক, কিন্তু কিছু কাপুরুষ তা বুঝতে চান না সেটা এবং আত্মহত্যা করে বসেন। মন্ত্রী তাঁর উদ্দেশ্যকে আরও ভালোভাবে বোঝানোর জন্য সভায় আসা এক মহিলার সোনার চুড়ি পরাকে উদাহরণ হিসাবে দেন। মন্ত্রী বলেন, '‌আমি যখন মহিলার হাতে একগোছা সোনার চুড়ি পরা দেখে সে বিষয়ে জানতে চাই, জানেন তিনি কি বললেন?‌ ওই মহিলা বলেন, এই ধরণী মা আমার ৩৫ বছরের পরিশ্রমের ফল আমায় দিয়েছেন। এটা শোনার পর আপনাদের ভালো লাগছে না?‌’‌ প্রসঙ্গত, ওই মহিলা সম্পূর্ণভাব কৃষিকাজের ওপর নির্ভরশীল রয়েছেন এবং তিনি এই সফলতা অর্জন করেছেন। মন্ত্রী বলেন, '‌তিনি পারলে কেন আর সবাই পারবেন না’‌।

তবে রাজ্যের কৃষিমন্ত্রীর এহেনও মন্তব্যে বেশ ক্ষুব্ধ রাজ্যের কংগ্রেসের মুখপাত্র ভিএস উগরাপ্পা। তিনি মন্ত্রীর এই বিবৃতিতর জন্য তাঁর নিন্দ করেন। তিনি জানিয়েছেন, সমগ্র কৃষক জাতির ওপর তিনি অসম্মান দেখিয়েছেন এবং তাঁর ক্ষমা চাওয়া উচিত। কংগ্রেস নেতা এও জানান যে কোনও কৃষক ইচ্ছাকৃতভাবে আত্মঘাতী হন না। বন্যা ও খরা সহ অন্যান্য কারণের জেরে কৃষককে তাঁর জীবন শেষ কর দিতে হয়। এই সমস্যা না বুঝে তার বদলে কৃষকদের নিয়ে এ জাতীয় মন্তব্য করা ঠিক নয়। ‌

ঘাসফুলের সঙ্গে শুভেন্দুর দূরত্ব বাড়তেই এবার কি শিবির বদল লক্ষ্মণ শেঠের, তৃণমূল নেতার সঙ্গে মঞ্চ ভাগ নিয়ে জল্পনা ঘাসফুলের সঙ্গে শুভেন্দুর দূরত্ব বাড়তেই এবার কি শিবির বদল লক্ষ্মণ শেঠের, তৃণমূল নেতার সঙ্গে মঞ্চ ভাগ নিয়ে জল্পনা

English summary
the farmers who committed suicide are cowards said karnataka minister
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X