For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ছ'টি রাজ্যের ১৩ রাজ্যসভা আসনে নির্বাচনের দিন ঘোষণা করল নির্বাচন কমিশন

ছ'টি রাজ্যের ১৩ রাজ্যসভা আসনে নির্বাচনের দিন ঘোষণা করল নির্বাচন কমিশন

  • |
Google Oneindia Bengali News

শেষ দফার বিধানসভা নির্বাচন চলছে উত্তরপ্রদেশে। ইতিমধ্যেই পাঞ্জাব, মণিপুর, উত্তরাখন্ড, গোয়াতে ২০২২ এর বিধানসভা নির্বাচন সম্পন্ন হয়েছে৷ এবার ছ'টি রাজ্যের ১৩টি রাজ্যসভার আসনের জন্য নির্বাচন ঘোষণা করল নির্বাচন কমিশন৷ চলতি বছরের ৩১ মার্চ এই ১৩ টি রাজ্যসভা আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে ভারতের নির্বাচন নিয়ন্ত্রক সংস্থাটি৷

ছটি রাজ্যের ১৩ রাজ্যসভা আসনে নির্বাচনের দিন ঘোষণা করল নির্বাচন কমিশন

সোমবার দেশের মোট ১৩টি রাজ্যসভা আসনের নির্বাচনের দিন ঘোষণা করেছে নির্বাচন কমিশন। যে ১৩টি আসন অসমভাবে ছ'টি রাজ্যে ছড়িয়ে রয়েছে৷ পাঞ্জাবের পাঁচটি, কেরলে তিনটি, অসমে দুটি এবং হিমাচল প্রদেশ, ত্রিপুরা এবং নাগাল্যান্ডে একটি করে রাজ্যসভা আসনে ভোট হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। একটি সরকারি বিবৃতিতে বলা হয়েছে এই ৬টি রাজ্য থেকে নির্বাচিত রাজ্যসভার ১৩ জন সাংসদের অফিসের মেয়াদ ২০২২ সালের এপ্রিলে শেষ হবে৷ রাজ্যসভার সাংসদ মেয়াদ শেষ হতে চলা এই নেতাদের মধ্যে কংগ্রেসের প্রবীণ নেতা আনন্দ শর্মা, এ কে অ্যান্টনি, এবং প্রতাপ সিং বাজওয়া এবং শিরোমনি আকালি দলের নরেশ গুজরাল সহ বেশ কয়েকজন জনপ্রিয় মুখ রয়েছেন৷

অন্যদিকে নির্বাচন কমিশন জানিয়েছে পাঞ্জাব থেকে খালি হতে চলা পাঁচটি আসনের মধ্যে তিনটি পূরণ করতে হবে একটি নির্বাচনের মাধ্যমে এবং বাকি দুটি অন্য নির্বাচনের মাধ্যমে পূরণ করতে হবে এই আসন দুটি ভিন্ন দ্বিবার্ষিক চক্রের অন্তর্গত। এক্ষেত্রে পাঞ্জাব রাজ্য থেকে রাজ্যের কাউন্সিলে নির্বাচিত সদস্যদের অফিসের মেয়াদ সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের সাপেক্ষ হবে।

অসম(২জন), হিমাচল প্রদেশ(২জন), কেরল(৩জন) নাগাল্যান্ড(১জন) এবং ত্রিপুরার(১জন) রাজ্যসভার সদস্যরা এপ্রিলের ২তারিখ অবসর নেবেন৷ আবার পাঞ্জাবের পাঁচ সদস্য ৯ এপ্রিল অবসর নিচ্ছেন। পাঞ্জাব থেকে রাজ্যসভার নির্বাচনের জন্য মনোনয়ন জমা দেওয়া ২০ ফেব্রুয়ারি বিধানসভা নির্বাচনে রাজ্যের দলগুলির পারফরম্যান্সের উপর নির্ভর করবে। প্রসঙ্গত রাজ্যটিতে কংগ্রেস সরকারের আমলে গত পাঁচ বছরে কোনও পদ খালি হয়নি।

অন্যদিকে দ্বিবার্ষিক নির্বাচনের বিজ্ঞপ্তি ১৪ মার্চ জারি করা হবে এবং ভোট ৩১ মার্চ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন৷ মনোনয়ন দেওয়ার শেষ তারিখ ২১ মার্চ ২০২২ এবং প্রার্থীপদ প্রত্যাহারের শেষ তারিখ ২৪ মার্চ ২০২২ বলে ঘোষণা করেছে দেশের নির্বাচন নিয়ন্ত্রক সংস্থাটি

English summary
The Election Commission has announced the date of elections for 13 Rajya Sabha seats in six states
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X