For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ফের বিপত্তি, মুম্বইতে যাত্রীসহ জরুরি অবতরণ দুবাই–কোচিগামী বিমানের‌

Google Oneindia Bengali News

‌আবারও বিমানের জরুরি অবতরণ। দুবাই থেকে কোচিগামী এয়ার ইন্ডিয়ার একটি বিমান মুম্বই বিমানবন্দরে জরুরি অবতরণ করে। সেই সময় বিমানে ক্রু সদস্য সহ ২৪৭ জন যাত্রী ছিলেন। এয়ার ইন্ডিয়ার ড্রিমলাইনার এয়ারক্র‌আফটের পাইলট মাঝ আকাশ থেকে রিপোর্ট করেন যে বায়ুর চাপ হারিয়ে গিয়েছে কেবিনে তাই বাধ্য হয়ে মুম্বই বিমানবন্দরে অবতরণ করতে হয়। জানা গিয়েছে, বোয়িং ৭৮৭ বিমান নম্বর এআই-৯৩৪ সুরক্ষিতভাবে অবতরণ হয়েছে।

মুম্বইতে যাত্রীসহ জরুরি অবতরণ দুবাই–কোচিগামী বিমানের‌

সূত্রের খবর, বায়ুর চাপজনিত ত্রুটি ধরা পড়ার পর অক্সিজেন মাস্ক দেওয়া হয় যাত্রীদের। বিমান পরিবহন নিয়ামক ডিজিসিএ এই ঘটনার তদন্তের জন্য দু'‌জন শীর্ষস্থানীয় কর্তাকে নিয়োগ করেছে। জানা গিয়েছে, ককপিটের ভিতর বায়ুর চাপজনিত একটি যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। আর সে কারণেই কোনওরকম ঝুঁকি না নিয়ে বিমানটির জরুরি অবতরণ করা হয়। লাগাতার বিমানের যান্ত্রিক ত্রুটি এবং এমারজেন্সি ল্যান্ডিংয়ের ঘটনায় ক্ষুব্ধ যাত্রীরা। কেবিনে বায়ুজনিত চাপ কমে যাওয়া গুরুতর বিমান ঝুঁকি যা প্রশিক্ষণরত পাইলটদের দ্রুত প্রতিক্রিয়া করতে বলা হয়। ডিজিসিএ ড্রিমলাইনারকে তদন্তের খাতিরে আপাতত বন্ধ রেখেছে এবং তদন্তের জন্য ক্রু সদস্যদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

প্রসঙ্গত, গত মঙ্গলবার মুম্বই থেকে লেগামী গোএয়ার এ৩২০ এয়ারক্র‌্যাফ্ট জি৮-৩৮৬ বিমানটিকে দিল্লিতে জরুরি অবতরণ করানো হয়। পাশাপাশি দিল্লিগামী গোএয়ারের আরও একটি বিমানকে মাঝ আকাশ থেকেই ফের শ্রীনগরে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়। জানা যায়, দু'‌টি ক্ষেত্রে ইঞ্জিনের উপর মাত্রাতিরিক্ত চাপ পড়েছে। এই বিষয়ে এখনও মুখ খোলেনি গো ফার্স্ট বিমান কর্তৃপক্ষ। এর আগেও একাধিকবার বিমানে যান্ত্রিক ত্রুটির কারণে জরুরি অবতরণ করেছে বিমান। যা দিয়ে উদ্বিগ্ন অসামরকি বিমান পরিবহণ মন্ত্রক।

English summary
Air India's Dubai-Kochi flight made an emergency landing in Mumbai
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X