For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

চিদাম্বরমের জামিনের আবেদনে সিবিআইয়ের মতামত তলব হাইকোর্টের

আপাতত তিহার জেলে রয়েছেন আইএনএক্স মিডিয়া কান্ডে অন্যতম অভিযুক্ত পি চিদাম্বরম। সেখান থেকেই তাঁকে জেরা করছেন সিবিআইয়ের তদন্তকারীরা। এদিকে এই মামলায় জামিন চেয়ে ফের দিল্লি হাইকোর্টে আবেদন জনিয়েছেন তিনি।

Google Oneindia Bengali News

আপাতত তিহার জেলে রয়েছেন আইএনএক্স মিডিয়া কান্ডে অন্যতম অভিযুক্ত পি চিদাম্বরম। সেখান থেকেই তাঁকে জেরা করছেন সিবিআইয়ের তদন্তকারীরা। এদিকে এই মামলায় জামিন চেয়ে ফের দিল্লি হাইকোর্টে আবেদন জনিয়েছেন তিনি। সেই আবেদনের শুনানিতেই বৃহস্পতিবার সিবিআইয়ের মতামত জানতে চাইল আদালত। ২৩ সেপ্টেম্বরের মধ্যে আদালতে মত জানাতে বলা হয়েছে সিবিআইকে।

দিল্লি হাইকোর্টে জামিনের আবেদন

দিল্লি হাইকোর্টে জামিনের আবেদন

দিল্লি আইকোর্টে জামিনের আবেদন জানিয়ে চিদাম্বরম অভিযোগ করেছেন, রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার করতেই তাঁকে জেলে তিহার জেলে রাখা হয়েছে। চিদাম্বরমের আরও অভিযোগ কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সরকারের কথা মতো কাজ করছে। মোদী সরকার যেভাবে তাঁদের কাজ করতে বলছে সেভাবেই কাজ করছে সিবিআই। পুরোটাই একটা রাজনৈতিক চক্রান্ত বলে দাবি করেছেন তিনি।

 সিবিআইয়ের পাল্টা দাবি

সিবিআইয়ের পাল্টা দাবি

আদালতে সিবিআইয়ের পক্ষে সওয়াল করেছেন তুষার মেহতা। তিনি দাবি করেছেন তিহার জেলে যথেষ্ট নিরাপদেই রয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী। সপ্তাহে দুদিন করে তাঁর পরিবারের লোকেরা তাঁর সঙ্গে দেখাও করতে যান বলে দাবি করেছেন আইনজীবী। কাজেই রাজনৈতিক ষড়যন্ত্র বলে তাঁর আইনজীবী যা অভিযোগ করছেন পুরোটাই মিথ্যে বলে দাবি করেছে সিবিআই।

১৯ সেপ্টেম্বর পর্যন্ত তিহার জেলে

১৯ সেপ্টেম্বর পর্যন্ত তিহার জেলে

১৯ সেপ্টেম্বর পর্যন্ত তিহার জেলে থাকার নির্দেশ দিয়েছে আদালত। জেল হেফাজতে সেখানেই রয়েছেন তিনি। গত ২১ অগস্ট রাতে তাঁকে গ্রেফতার করেিছল সিবিআই। তারপর থেকে সিবিআই হেফাজতে তাঁদের গেস্ট হাউসেই ছিলেন তিনি। কিন্তু জেল হেফাজত দেওয়ায় ৫ সেপ্টেম্বর থেকে তাঁকে তিহার জেলে রাখা হয়েছে।

তিহার জেলে দাগী আসামীদের থাকায় অপত্তি জানিয়েছিল তাঁর আইনজীবী। চিদাম্বরমকে গৃহবন্দি রাখার আবেদন জানিয়েছিলেন কপিল সিবল। কিন্তু আদালত তা নামঞ্জুর করে। তবে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর নিরাপত্তায় যাতে কোনও ত্রুটি না হয় সেজন্য কড়া নির্দেশ দিয়েছিল আদালত। তিহার জেলেই পৃথক সেলে রাখা হয়েছে চিদাম্বরমকে। তার সঙ্গে জেড ক্যাটাগোরির নিরাপত্তাও দেওয়া হয়েছে।

<strong>[ ২৬-২৭ সেপ্টেম্বর ব্যাঙ্ক ধর্মঘটের ডাক! টানা ৫ দিন গ্রাহক পরিষেবা বিঘ্নিত হওয়ার আশঙ্কা]</strong>[ ২৬-২৭ সেপ্টেম্বর ব্যাঙ্ক ধর্মঘটের ডাক! টানা ৫ দিন গ্রাহক পরিষেবা বিঘ্নিত হওয়ার আশঙ্কা]

[ মুজফফরপুর হোমকাণ্ডে ৮ কিশোরীকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার নির্দেশ][ মুজফফরপুর হোমকাণ্ডে ৮ কিশোরীকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার নির্দেশ]

English summary
The Delhi High Court sought a response from the CBI on P Chidambaram’s bail plea
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X