For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দিল্লি বিধানসভা ভোটে নজিরবিহীনভাবে কাজে লাগানো হবে প্রযুক্তিকে

সামনেই দিল্লির বিধানসভা ভোট। এরই মধ্যে শুরু হয়ে গিয়েছে তার প্রস্তুতি। বেজে গিয়েছে প্রচারের দামামাও। রামলীলা ময়দানে সভা সেরেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

Google Oneindia Bengali News

‌সামনেই দিল্লির বিধানসভা ভোট। এরই মধ্যে শুরু হয়ে গিয়েছে তার প্রস্তুতি। বেজে গিয়েছে প্রচারের দামামাও। রামলীলা ময়দানে সভা সেরেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজধানী দখলে কোনও কসুর রাখছে না বিজেপি। দিল্লির বিধানসভা ভোট নজির বিহীনভাবে প্রযুক্তির ব্যবহার করা হচ্ছে বলে সূত্রের খবর।

ভোটার স্লিপে কিউআর কোড

ভোটার স্লিপে কিউআর কোড

ভুয়ো ভোটার রুখতে নজিরবিহীনভাবে প্রযুক্তির সাহায্য নেওয়া হচ্ছে দিল্লির বিধানসভা ভোট। ভোটার স্লিেপ থাকছে কিউআর কোট। সেটা মিলিয়ে ভোটাররা বুথে ঢুকতে পারবেন। এই কিউ আর কোডেই ধরা পড়ে যাবে ভুয়ো ভোটার। অন্য বুথের কেউ এসে ভোট দিতে পারবেন না।

বুথ অ্যাপ

বুথ অ্যাপ

দিল্লির বিধানসভা ভোটে বুথ অ্যাপ ব্যবহার করা হবে বলে জানা যাচ্ছে। যদিও এখনও পর্যন্ত সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি। তবে এরই মধ্যে বুথ অ্যাপ ব্যবহারের খবর ছড়িয়ে পড়েছে। সেটা কার্যকর হলে দিল্লিেত দেশের প্রথম বিধানসভা ভোট যেখানে বুথ অ্যাপের ব্যবহার করা হবে।

রিয়েল টাইমে ভোটারদের ভোটদান

রিয়েল টাইমে ভোটারদের ভোটদান

বুথ অ্যাপের ব্যবহার করা হলে ভোটাররা আগে থেকেই জানতে পারবেন কত লাইন রয়েছে বুথে। একই সঙ্গে ঠিক কোন সময়ে কতজন ভোট দিলেন সেটা সঙ্গে সঙ্গে জেনে যাবেন ভোটাররা এবং ভোটকর্মীরা।

মোবাইল ফোন নিয়ে বুথে

মোবাইল ফোন নিয়ে বুথে

এতদিন মোবাইল ফোন ছাড়া বুথে প্রবেশ করতে দেওয়া হত। দিল্লির বিধানসভা ভোটে ভোটাররা মোবাইল ফোন নিয়েই ভোট দিতে যেতে পারবেন বলে খবর। ভোটার হেল্পলাইন থেকে কিউআর কোড ডাউন লোড করার জন্য মোবাইল ফোনের প্রয়োজন হবে। একবার কিউ আর কোড ফোনে জেনারেট হয়ে গেলে মোবাইলটি লকারে জমা রেখে তবে ভোট দান করতে পারবেন ভোটার।

দৃষ্টিহীনদের জন্য বিশেষ উদ্যোগ

দৃষ্টিহীনদের জন্য বিশেষ উদ্যোগ

এছাড়াও দৃষ্টিহীনদের জন্য ব্রেইলে ভোটার স্লিপ, ব্রেইলে এপিক, ব্রেইলে ফোটো ভোটার স্লিপ থাকবে। সেই সঙ্গে মূক এবং বধির ভোটারদের সুবিধার্থে সাঙ্কেতিক ভাষায় দক্ষ ভলেন্টিয়ারাও থাকবেন বুথে বুথে। বিশেষভাবে সক্ষমদের জন্য হুইলচেয়ারের বন্দোবস্ত রাখা হচ্ছে প্রতি বুথে।

English summary
The Delhi Assembly vote will be unprecedentedly utilized by technology
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X