
'অগ্নিপথ' সেনাতে যোগ দিতে আগ্রহীদের জন্য সুবর্ণ সুযোগ বললেন প্রতিরক্ষা মন্ত্রী
সামরিক বাহিনীতে নিয়োগের জন্য বিতর্কিত অগ্নিপথ প্রকল্প নিয়ে দেশজুড়ে প্রশংসা ও বিক্ষোভ দুই-ই চলছে৷ এরই মধ্যে দেশের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং শুক্রবার বলেছেন যে নতুন 'অগ্নিপথ' মডেলটি দেশের প্রতিরক্ষা ব্যবস্থায় যোগদান করতে ইচ্ছুকদের জন্য একটি 'সুবর্ণ সুযোগ'। অগ্নিপথে যোগ দেওয়ার ক্ষেত্র সরকার (প্রথম ঘোষণা থেকে) বয়সের উচ্চসীমাও বাড়িয়েছে৷ যাতে বেশি সংখ্যায় পরীক্ষার্থী, সেনাবাহিনীতে যোগ দিতে ইচ্ছুকরা অগ্নিপথের সুযোগ নিতে পারেন৷ দু'বছরের মধ্যেই অগ্নিপথের মাধ্যমে উল্লেখযোগ্য সংখ্যক আগ্রহীরা সেনাবাহিনীতে যোগ দেবে বলে জানানো হয়েছে প্রতিরক্ষা মন্ত্রকের পক্ষ থেকে৷

কী বলছেন দেশের সেনাপ্রধান?
দেশের প্রতিরক্ষা মন্ত্রীর পাশাপাশি সেনাপ্রধান জেনারেল মনোজ পান্ডেও শুক্রবার অগ্নিপথ নিয়ে মুখ খুলেছেন তিনি বলেছেন, আমাদের অনেক তরুণ, উদ্যমী এবং দেশপ্রেমিক যুবকদের জন্য এটি একটি বড় সুযোগ প্রদান করবে। যারা কোভিড১৯ মহামারী সত্ত্বেও সেনবাহিনীতে যোগদানের প্রস্তুতি নিচ্ছিল। যার নিয়োগ করোনার বিধিনিষেধের কারণে গত দু'বছরে সম্পূর্ণ করা যায়নি।

আরও যা বললেন সেনা প্রধান!
সেনাবাহিনীর প্রধান জেনারেল মনোজ সংবাদমাধ্যমকে বলেছেন, 'শীঘ্রই নিয়োগ প্রক্রিয়ার সময়সূচী ঘোষণা করা হবে। আমরা আমাদের যুবকদের বলব ভারতীয় সেনাবাহিনীতে অগ্নিবীর হিসেবে যোগদানের এই সুযোগটি কাজে লাগান।'

কবে নিয়োগ শুরু অগ্নিবীরদের?
যদিও অগ্নিবীরদের নিয়োগ ও প্রশিক্ষণ কেন্দ্রে যাওয়ার প্রশ্নটি অনেককেই চিন্তায় রাখছে! তবে সেনার তরফে ইঙ্গিত দেওয়া হয়েছে চলতি বছরের ডিসেম্বরেই অগ্নিবীরদের প্রশিক্ষণ শুরু হবে। অগ্নিপথের পূর্ণ পরিষেবাটি ২০২৩ সালের মাঝামাঝি থেকে শুরু হবে বলেও সেনা সূত্রে জানা গিয়েছে। প্রসঙ্গত তিনটি বাহিনীতে সৈন্যদের নথিভুক্তির জন্য নতুন অগ্নিপথ মডেলের বিরুদ্ধে বিভিন্ন রাজ্যে ব্যাপক বিক্ষোভ দেখাচ্ছে সেনায় যোগ দেওয়ার জন্য প্রস্তুতি নেওয়া ছাত্রছাত্রীরা৷ বিক্ষোভের মুখে কেন্দ্র 'অগ্নিপথ' প্রকল্পের অধীনে নিয়োগের জন্য বয়সের উর্ধ্বসীমা ২১ বছর থেকে ২৩ বছর বাড়িয়েছে।
একাধিক আসন থেকে প্রার্থীদের নির্বাচনী লড়াই বন্ধ হোক, সরকারকে আইন সংস্কারের পরামর্শ নির্বাচন কমিশনের