For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ছত্তিশগড়ে মাও হামলায় বাড়ছে মৃত সেনার সংখ্যা বেড়ে ২২, নিখোঁজ বহু

ছত্তিশগড়ে মাও হামলায় বাড়ছে মৃত সেনার সংখ্যা বেড়ে ২২, নিখোঁজ বহু

  • |
Google Oneindia Bengali News

শনিবার ছত্তিশগড়ের বিজাপুরে মাওবাদীদের সঙ্গে জওয়ানদের গুলির লড়াইয়ে কেঁপে ওঠে তেররামের জঙ্গল। এনকাউন্টারে তপ্ত হয়ে ওঠে বস্তার অঞ্চলের বিজাপুর ও সুকমা জেলা। সূত্রের খবর, বিজাপুর এলাকায় তল্লাশি অভিয়ান চলাকালীন কেন্দ্রীয় বাহিনীর উপর হামলা চালায় মাওবাদীরা। অতর্কিত হামলায় গতকালই কেন্দ্রীয় বাহিনীর ৫ জওয়ান। বর্তমানে সেই সংখ্যা বেড়ে ২২ হয়ে গিয়েছে বলে জানা যাচ্ছে। এদিকে ইতিমধ্যেই গোটা ঘটনায় শোক প্রকাশ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে টুইটও করেন তিনি।

ছত্তিশগড়ে মাও হামলায় বাড়ছে মৃত সেনার সংখ্যা বেড়ে ২২, নিখোঁজ বহু

এদিকে এদিন সেনা মৃত্যুর সংখ্যা বাড়ার কথা জানান বিজাপুরের পুলিশ সুপার কমলচরণ কাশ্যপ। সত্যতা যাচাই করেছেন ছত্তিশগড়ের ডিজিপি ডিএম অবস্থি। অন্যদিকে গতকালের সংঘর্ষের পর এখনও পর্যন্ত ২১ জওয়ান নিখোঁজ রয়েছে বলেও জানা যাচ্ছে। পাল্টা জওয়ানদের গুলিতে গতকালই কমপক্ষে ২ মাওবাদীর মৃ্ত্যুর খবর মেলে। এদিকে গতকালের মৃতের মধ্যে ২ সিআরপিএফ জওয়ান ও ৩ পুলিশ কর্মী ছিলেন বলে জানা যাচ্ছে। তবে দুরতফেই মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও জানা যাচ্ছে।

এদিকে মৃত ও আহতের তল্লাশিতে ওই জঙ্গলে ইতিমধ্যেই সেনার তরফে একটা বড় টিম পাঠানো হয়েছে বলেও খবর। তাদেরই হাতে এদিন আরও একাধিক মৃত সেনার দেহ উদ্ধার হয় বলে খবর। পুলিশ সূত্রে খবর, গতকাল গোপন সূত্রে মাও ঘাঁটির খবর পেয়ে বিজাপুরের তারেম এলাকার সিলগার জঙ্গলে সুকমা ও বিজাপুরের সীমানায় অভিযান চালাচ্ছিল সিআরপিএফের কোবরা বাহিনী, ডিআরজি এবং এসটিএফ৷ তখনই তাঁদের ওপর হামলা চালায় মাওবাদীরা৷ পাল্টা জবাব দেয় বাহিনীও৷

মোদীর 'দিদি দিদি' ডাকের ধরন নিয়ে গর্জে উঠল তৃণমূল, শশী পাঁজা থেকে জুনরা দাগলেন তোপ মোদীর 'দিদি দিদি' ডাকের ধরন নিয়ে গর্জে উঠল তৃণমূল, শশী পাঁজা থেকে জুনরা দাগলেন তোপ

English summary
Maoist attack in Chhattisgarh, 22 soldiers killed
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X