For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মৃতের সংখ্যায় গরমিল, দিল্লি সরকার ও তিন পুরসভা থেকে পাওয়া করোনা মৃত্যুর পরিসংখ্যান এক নয়

মৃতের সংখ্যায় গরমিল, দিল্লি সরকার ও তিন পুরসভা থেকে পাওয়া করোনা মৃত্যুর পরিসংখ্যান এক নয়

Google Oneindia Bengali News

বৃহস্পতিবার দিল্লির তিন মিউনিসিপ্যাল কর্পোরেশনের পক্ষ থেকে জানানো হয়েছে যে এখনও পর্যন্ত তাদের পুরনিগমের অন্তর্গত শ্মশান ও কবরস্থানগুলিতে ২,০৯৮ জন কোভিড–১৯ পজিটিভ রোগীর শেষকৃত্য সম্পন্ন হয়েছে। কোভিড–১৯–এর বিধি অনুযায়ী আরও সন্দেহজনক ২০০টি দেহেরও শেষকৃত্য সম্পন্ন করা হয়েছে।

মৃতের সংখ্যায় গরমিল, দিল্লি সরকার ও তিন পুরসভা থেকে পাওয়া করোনা মৃত্যুর পরিসংখ্যান এক নয়


বৃহস্পতিবার দিল্লি সরকাররে প্রকাশ করা মৃত্যুর হার, যেটি ১,০৮৫, তার দ্বিগুণ মানুষ মরেছে বলে দাবি করছে রাজধানীর তিনটি পুরনিগম। দিল্লি সরকার এক বিবৃতিতে জানিয়েছেন, '‌দিল্লি সরকার বরিষ্ঠ চিকিৎসকদের সমন্বয়ে একটি ডেথ অডিট কমিটি গঠন করেছে যারা করোনা ভাইরাস দ্বারা সংঘটিত মৃত্যুর মূল্যায়ন করতে নিরপেক্ষভাবে কাজ করছে। সম্মানীয় দিল্লি হাইকোর্টও ঘোষণা করেছে যে ডেথ অডিট কমিটি দারুণ কাজ করছে এবং তাদের কাজ নিয়ে কোনও প্রশ্ন তোলা যাবে না। আমরা বিশ্বাস করি করোনা ভাইরাসে যেন কোনও একটিও জীবন না হারায়। এই সময় ঐক্যবদ্ধ হয়ে মানুষের প্রাণ বাঁচাতে হবে। এটা সময় নয় একে–অপরের ওপর দোষারোপ করার, আমাদের একসঙ্গে এই মহামারির বিরুদ্ধে লড়তে হবে এবং করোনা ভাইরাসে একটাও প্রাণ যাতে না হারায় তা নিশ্চিত করতে হবে।’‌

বৃহস্পতিবার উত্তর, দক্ষিণ ও পূর্ব দিল্লি পুরনিগমের তিন মেয়র ও স্থায়ী কমিটির প্রধানরা যৌথ সাংবাদিক সম্মেলনের আয়োজন করেন। যেখানে দক্ষিণ পুরনিগমের স্থায়ী কমিটির প্রধান ভূপেন্দর গুপ্তা বলেন, '‌দিল্লিতে ২,০৯৮ কোভিড–১৯ রোগীদের শেষকৃত্য সম্পন্ন হয়েছে। এর মধ্যে ১,০৮০ দক্ষিণ পুরনিগমে, ৯৭৬ উত্তর পুরনিগমে ও ৪২টি পূর্ব পুরনিগমের অন্তর্গত।’‌ তিনি জানিয়েছেন যে হাসপাতাল থেকেই কোভিড–১৯ রোগীর মৃতদেহ কবরস্থানে বা শ্মশানে পাঠানোর জন্য বলা হয়েছিল। ভূপিন্দর সিং বলেন, '‌চিকিৎসকের দেওয়া মৃত্যুর শংসাপত্রই প্রমাণ দেহটি কোভিড–১৯ বা সন্দেহজনক করোনা রোগীর। তার ওপর ভিত্তি করেই ২,০৯৮ টি দেহের শেষকৃত্য করা হয়েছে।’‌ উত্তর পুরনিগমের স্থায়ী কমিটির প্রধান জয় প্রকাশ জানিয়েছেন যে ২,০৯৮ জনের মধ্যে ২০০টি করোনা সন্দেহের রোগী ছিল, তাদেরও শেষকৃত্য কোভিড–১৯ বিধি মেনে হয়েছে। উত্তরে করোনা সন্দেহে মৃত রোগী ৭৭, দক্ষিণে ১২৩ ও পূর্বে ৪০টি।

একদিনে সংক্রমিত প্রায় ১১০০০, প্রায় তিন লক্ষে পৌঁছল করোনা আক্রান্ত! কোনপথে এগোচ্ছে ভারত?একদিনে সংক্রমিত প্রায় ১১০০০, প্রায় তিন লক্ষে পৌঁছল করোনা আক্রান্ত! কোনপথে এগোচ্ছে ভারত?

English summary
The three municipal corporations in Delhi said on Thursday that 2,098 covid-19 positive patients have been cremated so far in crematoriums and cemeteries under their purinigam.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X