For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

লখিমপুরের কথা মনে করিয়ে যোগীকে তোপ ছত্তিসগড়ের মুখ্যমন্ত্রী বাঘেলের

লখিমপুরের কথা মনে করিয়ে যোগীকে তোপ ছত্তিসগড়ের মুখ্যমন্ত্রী বাঘেলের

  • |
Google Oneindia Bengali News

উত্তরপ্রদেশের লখিমপুর খেরি ও ছত্তিসগড়ের যশপুরের মধ্যে দূরত্ব কয়েক'শ কিলোমিটার। কিন্তু এই দুটি স্থানই সম্প্রতি সংবাদ শিরোনামে রয়েছে৷ এবার এই দুই স্থানের দুটি ঘটনা নিয়ে বাদানুবাদে জড়ালেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং ছত্তিসগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল৷ সম্প্রতি লখিমপুরে আন্দোলনরত কৃষকদের গাড়ির চাকায় পিসে দেওয়ার অভিযোগ উঠেছে কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্রর ছেলে আশীষ মিশ্রর বিরুদ্ধে৷ আশিস মিশ্রকে গ্রেফতারও করেছে পুলিশ৷ অন্যদিকে গতকাল দুর্গাপ্রতিমা ভাষানের শোভাযাত্রায় ছত্তিসগড়ের যশপুরে একটি গাড়ি চারজনকে পিসে দেয়। ঘটনায় চারজন নিহত ও ১৫ জন আহত হয়েছে বলে খবর!

লখিমপুরের কথা মনে করিয়ে যোগীকে তোপ ছত্তিসগড়ের মুখ্যমন্ত্রী বাঘেলের

ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল শুক্রবার (১৫ অক্টোবর, ২০২১) উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে কটাক্ষ করে বলেন, লখিমপুর খেরি হিংসায় অভিযুক্তদের গ্রেপ্তারে ব্যর্থ হয়েছেন যোগী। কিন্তু সোশ্যাল মিডিয়াতে যোগী যশপুরের ঘটনার জন্য দুঃখ প্রকাশ করছে৷ যশপুর ঘটনার পিছনে থাকা ব্যক্তিরা ইতিমধ্যেই পুলিশ হেফাজতে রয়েছে। কিন্তু যোগী আদিত্যনাথ লখিমপুরের অভিযুক্তদের গ্রেপ্তার করতে সফল হননি বরং উত্তরপ্রদেশ পুলিশ লখিমপুর খেরি হিংসার ঘটনায় ইউনিয়ন এমওএস (হোম) এর ছেলেকে রক্ষা করছে। বাঘেলের এই বক্তব্যটি এএনআই সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে।

চলতি অক্টোবরে উত্তরপ্রদেশের লখিমপুর খেরিতে আটজন লোক প্রাণ হারিয়েছে। উত্তরপ্রদেশ পুলিশ এখন পর্যন্ত কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্র টেনির ছেলে আশিস মিশ্রসহ তিনজনকে গ্রেফতার করেছে। অন্যদিকে যশপুর জেলায় ঘটে যাওয়া ঘটনায় আদিত্যনাথ শোক প্রকাশ করার পর বাঘেল মন্তব্য করেছেন রাজ্য সরকারকে ক্ষতিগ্রস্তদের সবরকম সাহায্য করার কথা বলেছে। টুইটারে আদিত্যনাথ লিখেছেন, ছত্তিশগড়ের যশপুর জেলায় ধর্মীয় শোভাযাত্রার সময় অনিয়ন্ত্রিত যানবাহনে চাপা পড়ে দুর্ঘটনায় মৃত্যুর খবর খুবই দুর্ভাগ্যজনক। আমি আশা করি ছত্তিশগড় সরকার যথাযথ চিকিৎসার ব্যবস্থা করবে। আহতদের এবং ক্ষতিগ্রস্তদের সম্ভাব্য সব ধরনের সহায়তা প্রদান করবে৷

স্থানীয় (লখিমপুর) পুলিশ সুপার বিজয় অগরওয়াল জানিয়েছেন শুক্রবার ছত্তিশগড়ের যশপুর জেলার পাথালগাঁও এলাকায় একটি দুর্গা প্রতিমা বিসর্জন দেওয়ার জন্য শোভাযাত্রা চলছিল। সেসময় একটি দ্রুতগামী গাড়ি ধাক্কা দিলে কমপক্ষে চারজন নিহত এবং ১৫ জন গুরুতর আহত হন৷ যশপুরের পাথালগাঁওয়ে একটি দ্রুতগামী গাড়ি মানুষকে চাপা দেওয়ার ঘটনায় অভিযুক্ত দুজনই গ্রেপ্তার হয়েছে। বাবলু বিশ্বকর্মা এবং শিশুপল সাহু নামের অভিযুক্তরা উভয়েই মধ্যপ্রদেশের বাসিন্দা এবং ছত্তিশগড়ের মধ্য দিয়ে যাচ্ছিলেন। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানিয়ে উভয় অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির (আইপিসি) ৩০২ (হত্যা) এবং ৩০৪ (অবহেলায় মৃত্যু ঘটাচ্ছে) ধারায় মামলা করা হয়েছে।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

English summary
The distance between Lakhimpur Kheri in Uttar Pradesh and Yashpur in Chhattisgarh is several hundred kilometers. But these two places have been in the headlines recently This time, Uttar Pradesh Chief Minister Yogi Adityanath and Chhattisgarh Chief Minister Bhupesh Baghel got involved in a dispute over the two incidents
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X