For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কৃষকদের সঙ্গে আলোচনার মাধ্যমেই আনা হয়েছিল কৃষি আইন! চাঞ্চল্যকর দাবি নরেন্দ্রর

Google Oneindia Bengali News

'আমরা কৃষকদের আয় দ্বিগুণ করতে চাই, যার প্রভাব পড়বে দেশের জিডিপিতে৷ নতুন কৃষি আইন সেই পথের দিশা দেবে৷ আমি হাউজ ও দেশের কৃষকদের জানাতে চাই, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কৃষকদের উন্নতিকল্পে প্রতিজ্ঞাবদ্ধ৷' সংসদে বললেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমার৷

কৃষকদের সঙ্গে আলোচনার মাধ্যমেই আনা হয়েছিল কৃষি আইন! চাঞ্চল্যকর দাবি নরেন্দ্রর

কৃষিমন্ত্রী জানান, কেন্দ্র ন্যূনতম সহায়ক মূল্য দিচ্ছে, যা কৃষি খরচের ৫০ শতাংশ বেশি৷ এছাড়াও কৃষি পরিকাঠামোর উন্নতির জন্য ১ লক্ষ কোটি টাকার অমৃতসর প্যাকেজ গ্রহণ করা হয়েছে৷ নরেন্দ্র সিং তোমার এদিন অভিযোগ করেন, নতুন কৃষি আইন লাগু হলে কৃষকদের জমি কেড়ে নেবে অন্যরা, এমন কথা বলে কৃষকদের ভুল বোঝানো হচ্ছে৷' তিনি বলেন, 'আমি বলছি, নতুন আইনে এমন কোনও সম্ভাবনা নেই৷'

কৃষিমন্ত্রী আরও বলেন, 'আমি স্পট করতে চাই যে সরকার আইন সংশোধন করতে রাজি আছে৷ তার মানে এই নয় যে নতুন আইনে কোনও গোলমাল আছে৷ আসলে বেশ কিছু রাজ্যে কৃষকদের ভুল বোঝানো হচ্ছে৷ আমরা কৃষক, বিরোধী দল, সবার সঙ্গে আলোচনা করার মাধ্যমেই এই আইন তৈরি করেছিলাম। এখন বিরোধীরা রাজনৈতিক ফায়দা তোলার জন্যে ভুয়ো অভিযোগ তুলছেন।'

নরেন্দ্র সিং তোমারের কথায়, 'আমরা কৃষকদের জীবনে শুভ বদল আনতে চাই৷' তিনি জানান, ১০০টি কিষান ট্রেন চলবে দেশে৷ বিশেষ ট্রেনে থাকবে মোবাইল কোল্ড স্টোরেজ৷ কেন্দ্রীয়মন্ত্রীর কথায়, 'কে ভেবেছিল দেশে সবজি ও ফল পরিবহন করা যাবে ট্রেনে৷ এই ট্রেন কৃষকদের ফসলের ন্যায্য মূল্য পেতে সাহায্য করবে৷'

English summary
The Centre followed due procedure before bringing in the three new agri laws and held consultations
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X