For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

হামলার ঘটনার পর আসাদউদ্দিন ওয়াইসির জন্য কেন্দ্র জেড নিরাপত্তার ব্যবস্থা করেছে, গ্রেপ্তার ২

হামলার ঘটনার পর আসাদউদ্দিন ওয়াইসির জন্য কেন্দ্র জেড নিরাপত্তার ব্যবস্থা করেছে, গ্রেপ্তার ২

  • |
Google Oneindia Bengali News

উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচনের আগে বৃহস্পতিবার ভোটের কিছু কর্মসূচির জন্য রাজধানী দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়াইসি। কিন্তু যাওয়ার পথে উত্তরপ্রদেশের মিরাটের কিথাউর কাছে তাঁর গাড়ি লক্ষ্য করে চার রাউন্ড গুলি চালায় অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীদল। অল্পের জন্য প্রানে রক্ষা পেয়েছিলেন এআইএমআইএমের প্রধান। পুলিশ ঘটনায় দু’জনকে বন্দুকধারী গ্রেপ্তার হয়।

Z Category নিরাপত্তা সাংসদের

Z Category নিরাপত্তা সাংসদের

সূত্র মারফত জানা গিয়েছে ঘটনার পর কেন্দ্র সরকার আসাদউদ্দিন ওয়াইসির জন্য জেড নিরাপত্তার (Z Category) ব্যবস্থা করেছে। হায়দরাবাদের সাংসদের নিরাপত্তার দায়িত্ব নেবে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (CRPF)।

 আসাদউদ্দিন কী দাবি করলেন

আসাদউদ্দিন কী দাবি করলেন

হায়দরাবাদের সংসদের দাবি করে বলেন, তাঁর গাড়ি লক্ষ্য করে ৩-৪ রাউন্ড গুলি চালায় অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীদল। পাশাপাশি তিনি এও জানান, গাড়িতে যারা ছিলেন সকলে ঠিকই আছেন। কিন্তু গুলি লাগার ফলে তাঁর গাড়ির টায়ার পাংচার হয়ে যায়। ঘটনাস্থলে ঘটনার পর অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীদল অস্ত্র রেখে পালিয়ে যায়। তাদের খোঁজ চালাচ্ছে পুলিশ।

পুলিশ সূত্রে কী জানা গেল

পুলিশ সূত্রে কী জানা গেল

পুলিশ সূত্রে দেখা গিয়েছে, দুষ্কৃতীদের মধ্যে একজন লাল টুপি পড়া আসাদউদ্দিনের কনভয়ের পেছনে দৌড়াচ্ছে। সাদা টুপি পড়া একজন বন্দুক থেকে গুলি ছুঁড়ছে। পুলিশ ঘটনাস্থলেই গ্রেপ্তার করেন শচীন ও শুভম নামের দুই ব্যাক্তিকে।

 মূল পাণ্ডা কে ?

মূল পাণ্ডা কে ?

হায়দরাবাদের সংসদের দাবি করে জানান, পুলিশ যে দুজনকে গ্রেপ্তার করেছে তাঁরা বিজেপির লোক। তাঁদের ছবি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করা হয়েছে। তাঁরা একটি নির্দিষ্ট দলের সদস্য বলে আশা করছেন তিনি। মূল পাণ্ডা কে ? সেটাই পুলিশ তদন্ত করে বার করবেন বলে জানিয়েছে।

 'ভাগিদারি পরিবর্তন মোর্চা' কী

'ভাগিদারি পরিবর্তন মোর্চা' কী

চলতি বছরের ২২ জানুয়ারি AIMIM জন অধিকার পার্টি ও মুক্তি মোর্চার সাথে একটি জোট গঠন করবেন। উত্তরপ্রদেশে এআইএমআইএম ১০০ টি আসনে লড়ার ইচ্ছা জানিয়েছিলেন। দেশ একটি জোটের কথা ঘোষণা করেছে যা 'ভাগিদারি পরিবর্তন মোর্চা' নামে পরিচিত।

এডিজি প্রশান্ত কুমার কী জানালেন

এডিজি প্রশান্ত কুমার কী জানালেন

এডিজি প্রশান্ত কুমারের ঘটনা নিয়ে জানান, ঘটনার বিশেষ তদন্ত করছে হাপুর পুলিশ। কাছাকাছি এলাকার সিসিটিভি খুটিয়ে দেখা হচ্ছে। সেই সঙ্গে পুলিশ প্রত্যক্ষদর্শীদের বক্তব্যও নিয়েছেন। কীভাবে এই ঘটনা ঘটল সেই তদন্তে পুলিশ।

English summary
The central government has provided ‘z’ security for Asaduddin Owaisi
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X