রূপান্তরকামীদের দক্ষতা উন্নয়ন কর্মসূচীর কেন্দ্রীয় বরাদ্দ অর্থ গত একবছর ধরে অব্যবহৃত
রূপান্তরকামীদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের জন্য কেন্দ্র থেকে যে অর্থ বরাদ্দ করা হয়েছিল, তা ২০১৮ সাল থেকে অব্যবহৃত অবস্থায় পড়ে রয়েছে। এই তথ্য উঠে এসেছে তথ্য জানার অধিকারের মাধ্যমে।

তথ্য জানার অধিকারে কেন্দ্রের পক্ষ থেকে জানানো হয়েছে, সমাজিক বিচার ও ক্ষমতায়ন মন্ত্রকের পক্ষ থেকে ন্যাশনাল ব্যাকওয়ার্ড ক্লাসেস ও ফাইনান্স অ্যান্ড ডেভলপমেন্ট কর্পোরেশনের (এনবিসিএফডিসি) জন্য ১ কোটি টাকা বরাদ্দ হয়েছিল। যেই অর্থ দিয়ে ২০১৮ সালে দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ করানোর কথা ছিল রূপান্তরকারীদের। কিন্তু সেই অর্থ গত বছর থেকে খরচ করা হয়নি। ফলস্বরূপ, দক্ষতা উন্নয়ন কর্মসূচির জন্য উপকারভোক্তার সংখ্যা ২০১৮ সাল থেকেও শূন্য রইল। এনবিসিএফডিসি ২০১৮ থেকে এই কর্মসূচীর জন্য যে প্রশিক্ষণটি চালু করেছিল তা সঠিকভাবে চালনা করতে পারেনি। এনবিসিএফডিসির পক্ষ থেকে এক আধিকারিক জানিয়েছেন, রূপান্তরকামীদের কাছে পৌঁছোতে, তাঁদের চাহিদাগুলি বুঝতে এবং তাঁদের সঙ্গে যথাযথ যোগাযোগ গড়ে তুলতে ব্যর্থ হয়েছে এনবিসিএফডিসি। সময়ের মধ্যে গোটা বিষয়টা না হওয়ার ফলে তহবিলের অর্থ অব্যবহৃত থেকে গিয়েছে। ওই আধিকারিক জানিয়েছেন, রূপান্তরকামীদের চাকরির ক্ষেত্রটি বিশাল এক চ্যালেঞ্জ তাঁদের কাছে।
সামাজিক বিচার ও ক্ষমতায়ন মন্ত্রকের পক্ষ থেকে বলা হয়েছে, 'তহবিলের অর্থ এতদিন অব্যবহৃত অবস্থায় রয়েছে বলে মন্ত্রক আগামী আর্থিক বছরে নতুন করে আর কোনও অর্থ বরাদ্দ করবে না। এনবিসিএফডিসি এক কোটি টাকা বরাদ্দ করেছে রূপান্তরকামীদের দক্ষতা উন্নয়ন কর্মসূচীতে, যা আগামী বছরে খরচ করা হবে।’ এনবিসিএফডিসির ম্যানেজিং ডিরেক্টর কে নারায়ণ জানান, সোসাইটি ফর পিপল’স অ্যাওয়ারনেস, কেয়ার অ্যান্ড এমপাওয়ারমেন্ট (স্পেস) স্বেচ্ছাসেবী সংস্থা এবং ন্যাশনাল ইনস্টিটিউট ফর এন্টারপ্রিনারশিপ অ্যান্ড স্মল বিজনেস ডেভলপমেন্ট (এনআইইএসবিইউডি)–এর সঙ্গে এনবিসিএফডিসি মউ চুক্তি সাক্ষর করেছে। যারা রূপান্তরকামীদের বিউটিসিয়ান কোর্স করাবে। তবে এখন প্রকল্পটিকে পাইলট প্রজেক্টে করা হবে। স্পেস রূপান্তরকামী মানুষদের একত্রিত করার কাজ করে। সম্প্রতি এনবিসিএফডিসি–তে রূপান্তরকামী মহিলাকে দক্ষতা উন্নয়ন কর্মসূচীর পরামর্শদাতা হিসাবে নিয়োগ করা হয়েছে। পরবর্তী পদক্ষেপে রূপান্তরকামীদের নাচ শেখানো হবে এবং হোটেল ইন্ডাস্ট্রিতে যাতে তাঁরা কাজ পান সে বিষয়ে সহায়তা করবে এনবিসিএফডিসি।