For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সিএএ সম্পর্কিত সিদ্ধান্তে গ্রহণের ক্ষেত্রে সংসদেরই রয়েছে সর্বোচ্চ ক্ষমতা, বলছে কেন্দ্র

সিএএ সম্পর্কিত সিদ্ধান্তে গ্রহণের ক্ষেত্রে সংসদেরই রয়েছে সর্বোচ্চ ক্ষমতা, বলছে কেন্দ্র

  • |
Google Oneindia Bengali News

সারা দেশজুড়েই নয়া নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে প্রতিবাদ বিক্ষোভে সরব হয়েছেন বিরোধী দল থেকে শুরু করে সাধারণ মানুষ। দেশ জুড়ে তীব্র নাগরিকত্ব সংকটের আবহেই কেন্দ্র জানালো সিএএ সম্পর্কিত সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সর্বোচ্চ ক্ষমতা রয়েছে সংসদেরই।

সিএএ সম্পর্কিত সিদ্ধান্তে গ্রহণের ক্ষেত্রে সংসদেরই রয়েছে সর্বোচ্চ ক্ষমতা, বলছে কেন্দ্র

এদিন স্বরাষ্ট্র মন্ত্রকের প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায় রাজ্যসভায় একটি লিখিত জবাবে এদিন জানান, ভারতের সংবিধানের ২৪৬(১)ধারা অনুযায়ী যেকোনো বিষয়ে বিবেচনা করে আইন প্রণয়ন করার জন্য সংসদের কাছেই রয়েছে সর্বোচ্চ ক্ষমতা। যদিও সংসদে এই আইন পাশ হলেও একাধিক রাজ্য তাদের বিধানসভায় সিএএ-এ বিরোধী প্রস্তাব পাশ করেছেন। এদিন এই প্রসঙ্গে কেন্দ্র সরকারকে প্রশ্ন করা হলে নিত্যানন্দ রায় জানান সমস্ত দিক বিবেচনা করেই এগোতে চাইছে কেন্দ্র।

পাশাপাশি, সারা দেশ জুড়ে সিএএ-র বাস্তবায়নের জন্য কেন্দ্র কি ব্যবস্থা গ্রহণ করছে সে কথাও এদিন জানতে চাওয়া হয়। এরপরই তাকে বলতে শোনা যায়, “নাগরিকত্ব সংশোধন আইন, ২০১৯ কার্যকর হয়েছে ১০ই জানুয়ারি। এই বিষয়ে চূড়ান্ত বিজ্ঞপ্তির পরেই আগামীতে নাগরিকত্ব প্রদানের প্রক্রিয়াটি শুরু হবে।” অন্যদিকে এদিন রাজ্যসভায় একাধিক বিষয়ের পাশাপাশি গত কয়েকমাসে জেএনইউতে একাধিকবার সংঘর্ষ, জামিয়া ও শাহিনবাগে গুলি চালোনার ঘটনার প্রসঙ্গও উঠে আসে বলে জানা যাচ্ছে।

English summary
Parliament has the supreme power to make decisions regarding the new citizenship act, says centre
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X