
এখনই কাশ্মীরি পণ্ডিতদের জম্মু ফেরানোর ঝুঁকি নিতে রাজী নয় কেন্দ্র
শুধু শেষ তিনমাসে কাশ্মীরে পাঁচজন হিন্দু হত্যা করেছে ইসলামিস্ট জঙ্গিরা৷ মৃতদের অন্তত দু'জন কাশ্মীরি পণ্ডিত৷ শুক্রবারও এক ব্যাঙ্ক ম্যানেজারকে গুলি করে হত্যা করেছে জঙ্গিরা৷ এই পরিস্থিতিতে কাশ্মীরি পণ্ডিতদের তাদের ঘরে ফেরানোর ঝুঁকি নিতে চাইছে না কেন্দ্র৷ কেন্দ্র সরকার সূত্রে খবর, কাশ্মীরি পণ্ডিত এবং হিন্দুদের কাশ্মীর থেকে জম্মু স্থানান্তরিত করার পক্ষে এটি উপযুক্ত সময় নয় বলেই মনে করছে মোদী সরকার৷

জম্মু ফেরানোর দাবি সরকারি কর্মীদের!
বর্তমানে কাশ্মীরের যা পরিস্থিতি তাতে কাশ্মীরি পণ্ডিতদের জম্মু ফেরানোর চেষ্টা হলে ১৯৯০ এর দশকের পরিস্থিতির পুনরাবৃত্তি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে আশঙ্কা করছে কেন্দ্র! ৩২ বছর আগে বারবার হুমকি ও আক্রমণ ও হত্যার কারণে হাজার হাজার কাশ্মীরি পণ্ডিত উপত্যকা থেকে পালিয়ে আসতে বাধ্য হন৷ কাশ্মীর উপত্যকায় অসামরিক হিন্দুদের হত্যা অব্যাহত থাকায়, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বৃহস্পতিবার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল এবং র -এর সচিব সামন্ত গোয়েল এবং বিশেষ পরিচালক, ইন্টেলিজেন্স ব্যুরো-র এএস রাজনের সঙ্গে বৈঠক করেছেন। যদিও বৈঠকের বিষয়ে বিস্তারিত জানা যায়নি।

অমরনাথ যাত্রার জন্য বিশেষ প্রস্তুতি!
খুব শীঘ্রই অমরনাথ যাত্রা শুরু হতে চলেছে, যাত্রা-র নিরাপত্তা ব্যবস্থা এবং সাম্প্রতিক হত্যাকাণ্ড নিয়ে আলোচনার জন্য শাহ শুক্রবার জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট-গভর্নর মনোজ সিনহার সাথে দেখা করবেন বলে আশা করা হচ্ছে। ২০০৮ সাল থেকে প্রধানমন্ত্রীর বিশেষ পুনর্বাসন প্যাকেজের অধীনে কাশ্মীরি পণ্ডিত কর্মচারীরা এবং জম্মু থেকে তফসিলি জাতি বিভাগের অধীনে নিয়োগ পাওয়া কর্মী এবং হিন্দু কর্মচারীরা জম্মুতে স্থানান্তরের দাবি জানিয়েছে। এই প্রকল্পের অধীনে নিয়োগ পাওয়া কাশ্মীরি পণ্ডিতরা সরকার নির্মিত গেটেড কলোনিতে থাকেন। জঙ্গিদের আক্রমণ বেড়ে যাওয়াতে, প্রবল দাবি উঠছে যে তাদের যাতে জম্মু ফেরানো হয়।

জঙ্গিদের নিশানায় হিন্দুরা!
প্রসঙ্গত, ১২ মে বডগামের চাদুরা এলাকায় রাজস্ব আধিকারিক রাহুল ভাটকে তার অফিসে হত্যা করে জঙ্গিরা৷ এরপর থেকেই জম্মু স্থানান্তরের দাবি তীব্র হয়েছে। ১ জুন, একজন হিন্দু শিক্ষক রজনী বালাকে কুলগামে হত্যা করেছে জঙ্গিরা। ২রা জুন রাজস্থানের একজন ব্যাঙ্ক কর্মচারী- বিজয় কুমারকে কুলগামে তার অফিসে থাকাকালীন গুলি করে হত্যা করেছে ইসলামিস্ট জঙ্গিরা৷
বিশ্ব বাইসাইকেল দিবস উদযাপন সাড়ম্বরে, মহাত্মা গান্ধীর সাইকেল চালানোর ছবি পোস্ট করে বার্তা মোদীর