For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রেস্তোরাঁ-দোকানপাটে আংশিক ছাড়! কেরলের বিরুদ্ধে লকডাউন অমান্যের অভিযোগ কেন্দ্রের

রেস্তোরাঁ-দোকানপাটে আংশিক ছাড়! কেরলের বিরুদ্ধে লকডাউন অমান্যের অভিযোগ কেন্দ্রের

  • |
Google Oneindia Bengali News

করোনা যুদ্ধে সারা বিশ্বের কাছে ইতিমধ্যেই উদাহরণ হয়ে উঠেছে কেরল। প্রতিষেধক ছাড়াই করোনার সাথে লড়াই করে এখন সুস্থতার হার এই রাজ্যে সবথেকে বেশি। পুরো পরিস্থিতি বিচার করেই কেরলে যে সমস্ত অঞ্চলে করোনার সংক্রমন নেই, সেখানে লকডাউন রাশ কিছুটা হালকা করার সিদ্ধান্ত নেয় পিনরয় বিজয়ন সরকার।

লকডাউন শিথিল করায় আপত্তি কেন্দ্রের

লকডাউন শিথিল করায় আপত্তি কেন্দ্রের

এদিকে ইতিমধ্যে কেরলে ৭টি জেলায় করোনা প্রকোপ কিছুটা হলেও কমে আসে। এরপরই ওই জেলা গুলিতে লকডাউন খানিক শিথিলের সিদ্ধান্ত নেওয়া হয় সরকারি ভাবে। রেস্তোরাঁ ও বেসরকারি যানবাহন গুলি পুনরায় আংশিক ভাবে চালু করারও ঘোষণা করা হয়। কিন্তু এ ব্যাপারে আপত্তি জানায় কেন্দ্র। কড়া ভাষায় রাজ্য সরকারের কাছে চিঠি লিখে লকডাউন অমান্যের অভিযোগ তোলে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক।

ছাড় ছিল সেলুন, রেস্তোরাঁ, বইয়ের দোকান সহ কিছু যানবাহনেও

ছাড় ছিল সেলুন, রেস্তোরাঁ, বইয়ের দোকান সহ কিছু যানবাহনেও

এর আগে সংক্রমণের হারের নিরিখে গোটা রাজ্যে চারটে জোনে ভাগ করা হয় বলে জানা যায়। রেড জোন, অরেঞ্জ এ, অরেঞ্জ বি এবং গ্রিন জোন। নিয়মের গাম্ভীর্য বজায় রেখেই গ্রিন জোন ও অরেঞ্জ জোনের কিছু জেলায় সেলুন, রেস্তোরাঁ, বিশেষ যানবাহনের উপর ছাড় দিয়েছিল কেরল সরকার। কিন্তু ছাড় থাকলেও কড়া ভাবে সামাজিক দূরত্ব পালনের নির্দেশও দেওয়া হয়। পাশাপাশি, কেন্দ্রীয় নির্দেশিকা মেনে আগামী ৩রা মে পর্যন্ত খোলা হচ্ছে না স্কুল, কলেজ, অফিস।

করোনা যুদ্ধে কার্যত মডেল হয়ে উঠেছে কেরল

করোনা যুদ্ধে কার্যত মডেল হয়ে উঠেছে কেরল

দেশের মধ্যে সর্বপ্রথম করোনা আক্রান্তের খবর মিলেছিল কেরল থেকেই। বর্তমানে সেই রাজ্যেই অনেকাই নিয়ন্ত্রণে সংমক্রমণের হার। এখনও পর্যন্ত কেরলে মোট আক্রান্তের সংখ্যা ৩৯৬। যার মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন ২৫৫ জন। মৃত্যু হয়েছে ৩ জনের। করোনা প্রতিরোধে সারা দেশ তথা বিশ্বের কাছে কেরল কার্যত হয়ে উঠেছে কোরনা মডেল।

প্রতীকী ছবি

করোনা নিয়ে তদন্ত করতে চিনে দল পাঠাবে আমেরিকা! কী বললেন আক্রমণাত্মক ট্রাম্প?করোনা নিয়ে তদন্ত করতে চিনে দল পাঠাবে আমেরিকা! কী বললেন আক্রমণাত্মক ট্রাম্প?

English summary
the center has accused kerala of refusing the lockdown to decide on a partial relaxation to restaurants
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X