For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সাড়ে চোদ্দ হাজার এনজিওর বিদেশি অনুদান নিষিদ্ধ করলো কেন্দ্র

সাড়ে চোদ্দ হাজার এনজিওর বিদেশি অনুদান নিষিদ্ধ করলো কেন্দ্র

  • |
Google Oneindia Bengali News

গত পাঁচ বছরে বিদেশী অনুদান রেগুলেশন আইন বা এফসিআরএ-এর আওতায় প্রায় সাড়ে ১৪ হাজার এনজিওর বিদেশ আর্থিক অনুদান নিষিদ্ধ করা করেছে কেন্দ্র। বুধবার রাজ্যসভায় এই কথা জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায়।

সাড়ে চোদ্দ হাজার এনজিওর বিদেশি অনুদান নিষিদ্ধ করলো কেন্দ্র


পাশাপাশি ১,৮০৮ টি এনজিওর এফসিআরএ রেজিস্ট্রেশনও বাতিল করা হয়েছে বলে জানা যাচ্ছে। কেন্দ্র সরকারের তরফে একটি বিবৃতিতে বলা হয়, “গত পাঁচ বছরে প্রায় ১৪৫০০ এনজিও-র নিবন্ধকরণ শংসাপত্র বাতিল করা হয়েছে।” পাশাপাশি সূত্রের খবর, ২০১৭-১৮ সালের বাধ্যতামূলক বার্ষিক রিটার্ন জমা না দেওয়ার জন্য ১৮০৮টি এফসিআরএ নিবন্ধিত এনজিওর শংসাপত্র বাতিল করা হয়েছে।

২০১৮-১৯ অর্থবছরে দেশের এফসিআরএ নিবন্ধিত এনজিওগুলি চলতি বছরের ২৮শে নভেম্বর পর্যন্ত মোট ২,২৪৪ টাকা অনুদান পায় বলেও জানা গেছে। ২০১৭-১৮ সালে এই বিদেশি অনুদানের পরিমান চিল মোট ১৬,৯০২টাকা।

এনজিও গুলির যথাসময়ে বার্ষিক রিটার্ন দাখিলের উপর নজরদারি চালাতেই এফসিআরএ-র এই এই নয়া বিধি তৈরির তৈরি করা হয়েছে। এর জন্য এর আগে ওই এনজিও গুলির জন্য অনলাইনে বিজ্ঞপ্তিও জারি করা হয় বলেও জানানো হয়েছে। তারপরও যে সমস্ত এনজিওর তরফে কোনও সদর্থক পদক্ষেপ দেখা যায়নি তাদের শংসাপত্র বাতিলের মতো পদক্ষেপের দিকে ঝোঁকে কেন্দ্র।

English summary
The Center revoked the certification of 1808 FCRA registered NGOs
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X