For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আগামী বছর ১ এপ্রিল থেকে গাড়ির মালিকের মোবাইল নম্বর সংযুক্ত বাধ্যতামূলক

আগামী বছর ১ এপ্রিল থেকে গাড়ির মালিকের মোবাইল নম্বর সংযুক্ত বাধ্যতামূলক

Google Oneindia Bengali News

২০২০ সালের ১ এপ্রিল থেকে রেজিস্ট্রেশন, দূষণ শংসাপত্র, পুর্ননবীকরণ সহ অন্যান্য জিনিসের জন্য গাড়ির মালিকের মোবাইল নম্বর সংযুক্ত করতে হবে এবং তা বাধ্যতামূলক। বুধবার এমনই প্রস্তাব দিয়েছে কেন্দ্র। সড়ক পরিবহন ও মহা সড়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে ৩০দিনের মধ্যে জনগণের মন্তব্য চেয়ে খসড়া বিজ্ঞপ্তি জারি করেছে। বুধবারই মন্ত্রীসভায় সরকার ও বেসরকারি সংস্থার থেকে বাঁচতে ব্যক্তিগত তথ্য সুরক্ষা ২০১৯ বিল পাস হয়।

আগামী বছর ১ এপ্রিল থেকে গাড়ির মালিকের মোবাইল নম্বর সংযুক্ত বাধ্যতামূলক


গাড়ির রেজিস্ট্রেশন সার্টিফিকেট (‌আরসি)‌ ও ড্রাইভিং লাইসেন্স (‌ডিএল)‌ দেওয়ার জন্যই সড়ক পরিবহন ও মহা সড়ক মন্ত্রক গাড়ির মালিক সম্পর্কে নিশ্চিত হওয়ার জন্যই তথ্য সংগ্রহ করবে। পরিবহন মন্ত্রকের এক শীর্ষ আধিকারিক বলেন, '‌সাধারণত পরিবহনের শংসাপত্রের পরিষেবার জন্য মোবাইল নম্বর নেওয়া হয় না, শুধুমাত্র নতুন গাড়ির নিবন্ধীকরণের জন্য ওটিপি প্রমাণীকরণের দরকার হয় কিন্তু সেই নম্বর আমাদের তথ্যে সংরক্ষিত থাকে না। কিন্তু নতুন বছরের এপ্রিল থেকে গাড়ির যে কোনও পরিষেবার ক্ষেত্রে মোবাইল নম্বর সংযুক্ত করতে হবে আমাদের বাহন তথ্যকেন্দ্রের সঙ্গে।’ স্বরাষ্ট্র মন্ত্রক লক্ষ্য করেছে যে বাহনের তথ্যে বড় অংশের গাড়ির নম্বরের সঙ্গে মোবাইল নম্বর নেই।

সরকারি ভাবে জানা গিয়েছে, যদিও মন্ত্রক মোটর গাড়ি সংশোধন আইন ২০১৯ এর বিধান বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় একটি খসড়া বিধি তৈরি করেছে, তবে তা অনুমোদনের জন্য উপকমিটির বৈঠক ও আলোচনার কারণে তা চূড়ান্তকরণে কিছুটা সময় লাগবে। লাইসেন্স ও রেজিস্ট্রেশনের জন্য গাড়ির মালিকদের তথ্য সংগ্রহ করে পরিবহন মন্ত্রক সম্প্রতি তাদের তথ্য সংগ্রহ কেন্দ্র সারথি ও বাহনে রাখছে। জাতীয় তথ্য ভান্ডার তৈরির লক্ষ্যে। গোটা দেশের ২৮টি রাজ্য ও কেন্দ্রশাসিত এলাকায় এই দুই তথ্য সংগ্রহ কেন্দ্র রয়েছে।

'জামিনে মুক্ত হয়েও নিয়ম ভাঙছেন চিদাম্বরম', বিজেপির তরফে তোপ প্রকাশের 'জামিনে মুক্ত হয়েও নিয়ম ভাঙছেন চিদাম্বরম', বিজেপির তরফে তোপ প্রকাশের

English summary
The ministry of road transport and highways issued a draft notification inviting public comments within 30 days
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X