ফের কি পালাবদল ঘটাবে উপনির্বাচনের ফল! কর্ণাটকে ১৫ কেন্দ্রে ভোটের দিন চূড়ান্ত
ফের ভোটের দামামা বেজে গেল কর্ণাটকে। সোমবার থেকে নির্বাচনী মডেল আচরণবিধি কার্যকর হয়ে গেল দক্ষিণের এই রাজ্যে। ১৫টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হচ্ছে ৫ ডিসেম্বের। ৯ ডিসেম্বর ভোট গণনা হবে ওই কেন্দ্রগুলিতে। মুখ্য নির্বাচনী আধিকারিক সানজিভ কুমার বলেন, নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে।

মডেল আচরণবিধি কার্যকর
মুখ্য নির্বাচনী আধিকারিক জানান, এই সমস্ত কেন্দ্র যে সব জেলার অন্তর্গত, সেইসব জেলাগুলিতে মডেল আচরণবিধি কার্যকর হয়েছে সোমবার থেকে। সংশ্লিষ্ট জেলাগুলির ক্ষেত্রে প্রার্থী, রাজনৈতিক দল, রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার ক্ষেত্রে আচরণবিধি প্রযোজ্য হবে।

ভোট কবে, কবে গণনা
উপনির্বাচনের সংশোধিত নির্ঘণ্ট অনুযায়ী, মনোনয়ন দাখিলের তারিখ সোমবার থেকে শুরু হয়েছে এবং মনোনয়নের শেষ তারিখ ১৮ নভেম্বর। মনোনয়নপত্র যাচাইয়ের তারিখ ১৯ নভেম্বর এবং প্রার্থীদের প্রত্যাহারের শেষ তারিখ ২১ নভেম্বর এবং ৫ ডিসেম্বর ভোটগ্রহণ করা হবে। ভোট গণনা হবে ৯ ডিসেম্বর।

কোন কোন কেন্দ্রে ভোট
এই নির্বাচন হবে কর্ণাটকের আঠানি, কাগওয়াদ, গোকাক, ইয়েলাপুরা, হিরেকেরুর, রানেবেন্নুর, বিজয়নগরা, চিক্কাবল্লাপুরা, কে আর পুরা, যশবন্তপুর, মহালক্ষ্মী লেআউট, শিবাজিনগর, হোসকোট, কেআর পিট এবং হুনসকুরে। নির্বাচনী এলাকায় ৩৭.৫ লক্ষ ভোটার রয়েছে। তাঁরা ৪,১৮৫ ভোটকেন্দ্রে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

১৫ কেন্দ্রের লড়াইয়ে চোখ
২১ অক্টোবর এই নির্বাচন হওয়ার কথা ছিল। নির্বাচন কমিশন তা পিছিয়ে দেয় ৫ ডিসেম্বর পর্যন্ত। তখন ২৯ জন মনোনয়ন জমা দিয়েছিলেন। কর্ণাটকের সিইও বলেন, এই মনোনয়ন গণ্য হবে। অর্থাৎ ২৯ জন মনোনয়ন পেয়েছেন। এই ২৯টির মধ্যে ১৫টি জাতীয় দলের অন্তর্ভুক্ত, তিনটি স্বীকৃত দলের এবং অন্য ১১ জন নির্দল প্রার্থী।

১৭ বিধায়ক সাসপেন্ড, পালাবদল
কর্ণাটকের কংগ্রেস-জেডিএস সরকার পতনের আগে স্পিকার কে আর রমেশ কুমার কংগ্রেসের ১৪ জন এবং জেডিএস থেকে তিনজন বিধায়ককে বরখাস্ত করেন। এরপরই কংগ্রেস এবং জেডিএস জোট সরকারের পতন ঘটে। কর্ণাটকে ফের বিজেপি সরকার প্রতিষ্ঠা লাভ করে।

১৫ কেন্দ্রে ভোট, ২ কেন্দ্রে স্থগিত
এখন দেখার এই ১৫টি কেন্দ্রে উপনির্বাচনের ফলে ফের কর্ণাটকের রাজনীতিতে কোনও পরিবর্তন আসে কি না। এখানে উল্লেখ্য, রাজরাজেশ্বরী নগর ও মাসকি আসনের নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়নি। এই দুটি কেন্দ্রের বিষয়টি আদালতে বিচারাধীন।