পকেটে সংখ্যা নেই, মুম্বইয়ে মেয়র পদে লড়াই থেকে ছিটকে গেল বিজেপি
বিধানসভা ভোটের পর এবার মহারাষ্ট্রের মেয়র নির্বাচনেও বড় ধাক্কা খেল বিেজপি। সংখ্যার অভাবে সরে আসতে হল বিজেপিকে। কোনও জোটেও যেতে রাজি হয়নি বিজেপি। সেকারণেই মেয়র পদের নির্বাচন থেকে সরে আসার সিদ্ধান্ত নেয় তারা। বিজেপি নেতা আশিস সেলার জানিয়েছেন ২০২২ সালে বিজেপি নিজের সংখ্যা নিজেই লড়বে মেয়র পদের নির্বাচনে।

সোমবারই ছিল মেয়র পদের মনোনয়ন জমার শেষ দিন। শিবসেনা অধ্যুষিত মুম্বই পুরসভায় বিজেপি যে দাঁত ফোটাতে পারবে না সেটা বুঝেই আগে থাকতে সরে আসা বলে মনে করছে রাজনৈতিক মহল। ২২ নভেম্বর মেয়র পদে নির্বাচন হওয়ার কথা।
বিধানসভা ভোটে শিবসেনার সঙ্গে জোট ভাঙায় বিজেপির ভাবমূর্তিতে যে আঘাত ঘটেছে সেটা বিলক্ষণ বুঝতে পেরেছে তারা।
মেয়র পদে প্রার্থী দিলেও বিজেপির জয়ের কোনও সম্ভাবনা ছিল না উল্টে মুখ পুড়ত বিজেপির। এদিকে এখনও পর্যন্ত সরকার গঠন নিয়ে স্পষ্ট কোনও সিদ্ধান্তে পৌঁছতে পারেনি শিবসেনা। এনসিপি এখনও স্পষ্ট ভাবে সমর্থনের বিষয়টি জানায়নি। সূত্রের খবর এনসিপির সঙ্গে জোট পাকাপাকি হলে এনসিপিেক ডেপুিট মেয়রের পদ দিতে পারে শিবসেনা।