For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

‌দিল্লি বিধানসভা নির্বাচনের প্রচারে বিজেপি বিশেষ দায়িত্ব দেবে স্মৃতি ইরানিকে

Google Oneindia Bengali News

আর মাত্র একমাস বাকি দিল্লি বিধানসভা নির্বাচনের। কোমর বেঁধে সব রাজনৈতিক দলই নেমে পড়েছে নির্বাচনী প্রচারে। বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে, দিল্লির সমস্ত জনসভাগুলি পরিচালনা করবে কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি।

বিজেপির প্রথম পছন্দ স্মৃতি ইরানি

বিজেপির প্রথম পছন্দ স্মৃতি ইরানি

বিজেপির এক শীর্ষ নেতা বলেন, ‘‌মোদী সরকারের সবচেয়ে তরুণ মন্ত্রী হলেন স্মৃতি ইরানি। তাঁর নিজস্ব একটা গ্ল্যামার রয়েছে। যুব সম্প্রদায়ের মধ্যে তাঁর প্রভাব রয়েছে। তাঁর বক্তব্য করার ভঙ্গিমা এবং বিরোধী নেতাদের বিরুদ্ধে তীক্ষ্ণ আক্রমণ মানুষের মনকে ছুঁয়ে যায়। তাঁর বক্তব্য দলের কর্মীদের উৎসাহ জোগায়। সেই কারণে বিজেপি চায় স্মৃতি ইরানি একটু বেশি সংখ্যায় জনসভাগুলিতে উপস্থিত থাকুক।'‌ দিল্লির আর এক বিজেপি নেতা বলেন, ‘‌স্মৃতি ইরানির জন্ম হয়েছে দিল্লিতে, এখানেই তিনি বড় হয়েছেন এবং শিক্ষা গ্রহণও এই দিল্লি থেকেই। তাঁর বাবা পাঞ্জাবি এবং মা বাঙালি। তিনি ২০০৪ সালে লোকসভা নির্বাচনে প্রথম প্রার্থী হয়ে দাঁড়ান চাঁদনি চক থেকে। তাঁর দিল্লিতে নিজস্ব কর্মী সংগঠন রয়েছে। এসব দেখার পর স্মৃতি ইরানির কাছ থেকে দল অবশ্যই সুবিধা পাবে এবং এ নিয়ে কোনও দ্বুবিধা নেই।'

দিল্লি বিধানসভার প্রচারে বিশেষ ভূমিকা

দিল্লি বিধানসভার প্রচারে বিশেষ ভূমিকা

বিজেপি নেতা জানান, গত ৪ জানুয়ারি ‘আমার দিল্লি-আমার পরামর্শ'‌ পোল প্রচারের জন্য স্মৃতি ইরানিকে বিশেষভাবে আমন্ত্রণ জানানো হয়েছিল, ইঙ্গিত দেওয়া হয়েছিল তাঁকে যে দিল্লি নির্বাচনে তাঁর ভূমিকা বিশেষ। ২০১৯ সালে গান্ধী ঘাঁটি হিসাবে পরিচিত আমেঠিতে রাহুল গান্ধীকে হারিয়ে জয় লাভের পর দলের কাছে স্মৃতি ইরানির গুরুত্ব বেড়ে গিয়েছে।

তারকা প্রচারকদের তালিকায় নাম স্মৃতির

তারকা প্রচারকদের তালিকায় নাম স্মৃতির

সম্প্রতি মহারাষ্ট্র ও ঝাড়খণ্ডে বিধানসভা নির্বাচনে স্মৃতি ইরানি ছিলেন অনত্যম তারকা প্রচারক। এখন দিল্লি বিধানসভাকে সামনে রেখে বিজেপি চাইছে স্মৃতি ইরানি বেশি সংখ্যায় জনসভা করুক। দল সূত্রে জানা গিয়েছে, বিজেপি খুব শীঘ্রই তারকা প্রচারকদের তালিকা প্রকাশ করবে এবং তাতে অবশ্যই থাকবে স্মৃতি ইরানির নাম।

English summary
bjp decided,in delhi assembly election, Smriti Irani for maximum rallies
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X