For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মহারাষ্ট্রের সরকার গড়া নিয়ে বিজেপি–শিবসেনা–এনসিপি শুরু করেছে কার্টুনের লড়াই

Google Oneindia Bengali News

মহারাষ্ট্রের মসনদে কে বসবে, তা নিয়ে বিজেপি–শিবসেনা তরজা তুঙ্গে। একে–অপরকে কটাক্ষ করতে এখন উভয় দলই সাহায্য নিয়েছে কার্টুনের।

মহারাষ্ট্রে কার্টুনের লড়াই


যেদিন মুখ্যমন্ত্রীর পদে শিবসেনা বসবে বলে দলের পক্ষ থেকে দাবি করা হয়, ওইদিন বিজেপি তাদের জোটসঙ্গী শিবসেনাকে আক্রমণ করে দিল্লির মুখপাত্র তাজিন্দর পাল সিং বাগ্গার মাধ্যমে। টুইটারের মধ্য দিয়ে শিবসেনা নেতা সঞ্জয় রাউত জানান, মহারাষ্ট্রে তাদের দলই সরকার গঠন করবে। এর জবাবে তাজিন্দর বাগ্গা রাজনৈতিক কার্টুনের মাধ্যমে শিবসেনাকে কটাক্ষ করে। তাজিন্দর বাঘ এবং মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশকে নিয়ে কার্টুন তৈরি করেন।

কার্টুনে দেখা যাচ্ছে, খুব খুশি হয়ে দেবেন্দ্র বাঘটিকে বলছেন '‌আখির তুমহে আনা হ্যয়, জরা দের লগেগি।’‌ কার্টুন যুদ্ধে এর আগে দেখা গিয়েছে, শিবসেনা, বিজেপি এবং এনসিপি মহারাষ্ট্রে সরকার গঠন নিয়ে একে–অপরের মাথায় মাটির হাঁড়ি ছুঁড়ে মারছে। মহারাষ্ট্র বিধানসভার ফলাফল ঘোষণার পর শিবসেনা নেতা সঞ্জয় রাউত একটি কার্টুন পোস্ট করেন, যেখানে দেখা গিয়েছে একটি বাঘ ক্লক লকেট (‌এনসিপি দলের প্রতীক)‌ পরে রয়েছে এবং পদ্ম ফুলের (‌বিজেপির প্রতীক)‌ গন্ধ শুঁকছে। রাউত সেখানে ক্যাপশন করেন, '‌বুড়া না মানো দিওয়ালি হ্যয়’‌।

সঞ্জয় রাউতের পোস্টারের জবাব দিতে তাজিন্দরও পাল্টা কার্টুন পোস্ট করেন। যেখানে দেবেন্দ্র ফড়নবীশ সিংহাসনে বসে রয়েছেন এবং সেনা প্রধান উদ্ধব ঠাকরে চিৎকার করে বলছেন, '‌মুঝে বড়া ভাই বলো’‌। এনসিপির পক্ষ থেকেও বিজেপিকে কটাক্ষ করে কার্টুন পোস্ট করা হয়েছে।

English summary
Earlier as well, the Shiv Sena, BJP and NCP have used cartoons to take potshots at each other over the ongoing standoff in Maharashtra
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X