For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অপর্ণা কিংবা মায়াঙ্ক কাউকেই লখনউ ক্যান্টনমেন্টের টিকিট দিল না বিজেপি

অপর্ণা কিংবা মায়াঙ্ক কাউকেই লখনউ ক্যান্টনমেন্টের টিকিট দিল না বিজেপি

  • |
Google Oneindia Bengali News

লখনউ ক্যান্টনমেন্টে বিধানসভা আসনটি বিজেপির প্রায় নিশ্চিত সিট। তাই এই আসনে প্রার্থী হওয়ার দৌড়েছিলেন অনেকে৷ কিন্তু সবচেয়ে চর্চায় ছিলেন বিজেপি সাংসদ রীতা বহুগুণার পুত্র মায়াঙ্ক যোশী এবং সদ্য সমাজবাদী পার্টি ছেড়ে বিজেপিতে আসা অখিলেশ যাদবের বৌদি অপর্ণা যাদব৷ এমনকি জোর আলোচনা ছিল যে এই আসনে প্রার্থী না করা হলে বিজেপি ছেড়ে সমাজবাদী পার্টিতে যোগ দেবেন মায়াঙ্কা। কিন্তু এতসবের পরও লখনউ ক্যান্টনমেন্টের আসনটি দলের মন্ত্রীর হাতেই রাখল বিজেপি৷ ঘোষণা করা হল লখনউ-এ কারা কোথায় লড়বেন৷

কাকে কোন আসন দিল বিজেপি?

কাকে কোন আসন দিল বিজেপি?

লখনউ-এর আসনগুলিতে প্রার্থীর নাম ঘোষণা করেছে বিজেপি। সরোজিনী নগর আসন, যা মহিলা কল্যাণ প্রতিমন্ত্রী স্বাতী সিং এবং তার স্বামী দয়াশঙ্কর সিং-এর নজরে ছিল! এখানে বিজেপি প্রাক্তন এনফোর্সমেন্ট ডিরেক্টরেট অফিসার রাজেশ্বর সিংকে প্রার্থী করেছে, যাঁর স্বেচ্ছা অবসর কেন্দ্রীয় সরকার গ্রহণ করেছিল। রাজ্যের মন্ত্রী ব্রজেশ পাঠককে লখনউ ক্যান্টনমেন্ট আসনের জন্য বেছে নেওয়া হয়েছে যেখান থেকে অপর্ণা যাদব এবং রীতা বহুগুণা জোশীর ছেলে টিকিট পাওয়ার বিষয়ে আশাবাদী ছিলেন। প্রসঙ্গত গত নির্বাচনে বিজেপির রীতা যোশি এই আসনেই অপর্ণা যাদবকে পরাজিত করেছিলেন এবং এটি বিজেপির জন্য নিরাপদ আসন হিসাবে বিবেচিত হয়ে আসছে অনেকদিন ধরে!

কবে কোথায় নির্বাচন?

কবে কোথায় নির্বাচন?

নির্বাচনের চতুর্থ ধাপে ২৩ ফেব্রুয়ারি এই আসনটিতে ভোটগ্রহণ হবে। এই আসনে ৩০০০০০ এরও বেশি ভোটার রয়েছে, যার বেশিরভাগই উচ্চবর্ণের হিন্দু। গত রাজ্য নির্বাচনে লখনউয়ের নয়টি আসনের মধ্যে আটটিতে জয় পেয়েছিল বিজেপি। রাজ্যের আরেক মন্ত্রী আশুতোষ ট্যান্ডনকে লখনউ পূর্ব থেকে টিকিট দিয়েছে বিজেপি। রজনীশ গুপ্তাকে লখনউ সেন্ট্রাল থেকে প্রার্থী ঘোষণা করেছে পদ্মব্রিগেড। উত্তরপ্রদেশে সাত দফায় নির্বাচন হবে। ইউপি নির্বাচন ২০২২-এর প্রথম ধাপের ভোট ১০ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। যেখানে দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ পর্ব যথাক্রমে ১৪,২০ এবং ২৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। পঞ্চম, ষষ্ঠ, সপ্তম ধাপে যথাক্রমে ২৭ ফেব্রুয়ারি এবং ৩ ও ৭ মার্চ ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন জানিয়ে রেখেছে ১০ মার্চ উত্তরপ্রদেশ নির্বাচনের ফলাফল ঘোষণা করবে তারা।

মায়াঙ্কের সপা যোগ নিয়ে জল্পনা!

মায়াঙ্কের সপা যোগ নিয়ে জল্পনা!

সূত্রের খবর বিজেপি সাংসদ রীতা বহুগুনা জোশীর ছেলে মায়াঙ্ক জোশী যোগ দিতে পারেন সমাজবাদী দলে। বিজেপির তরফে লখনউ ক্যান্টনমেন্ট থেকে তাঁকে প্রার্থীনা করা হলেই তিনি সমাজবাদী পার্টিতে নাম লেখাতে পারেন বলে খবর পাওয়া গিয়েছে৷ কিছুদিন আগেই
সাংসদ রীতা বলেছিলেন যে তিনি পদত্যাগ করবেন তাই তার ছেলেকে টিকিট দিক দল৷

যোগীরাজ্যে অনেক বর্তমান বিধায়ককেই টিকিট দেয়নি বিজেপি!

যোগীরাজ্যে অনেক বর্তমান বিধায়ককেই টিকিট দেয়নি বিজেপি!

সম্প্রতি গোরখপুর অঞ্চলের ৬২টি আসনের ৩৭টিতে প্রার্থী ঘোষণা করেছে বিজেপি। যেখানে বেশ কিছু বর্তমান এমএলএও বাদ পড়েছেন এবারের প্রার্থী তালিকা থেকে৷ ৩ মার্চ এবং ৭ মার্চ ভোট হবে এই ৬২টি আসনে৷ এই ৩৭ জনের মধ্যে ৪৩% নতুন মুখ নিয়ে এসেছে চমক দিতে চাইছে গেরুয়া শিবির। এখনও অবধি ঘোষিত প্রার্থীদের ২৯৫টি নামের মধ্যে, বিজেপি ৫৬ জন বর্তমান বিধায়ককে বাদ দিয়েছে।

English summary
The BJP did not give tickets to Lucknow Cantonment to either Aparna or Mayank
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X