For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনার কোপ এবার সাংসদদের বেতনেও! লোকসভায় পাস ঐতিহাসিক বিল

করোনার কোপ সাংসদদের বেতনেও, আগামী একবছর কাটা যাবে বেতন

  • |
Google Oneindia Bengali News

ক্রমেই করোনা গ্রাসে তলিয়ে যাচ্ছে ভারত। দৈনিক আক্রান্তের নিরিখেও প্রত্যহ নিত্যনতুন রেকর্ড গড়ছে দেশ। এদিকে করোনাকালীন মন্দায় ডুবে দেশের অর্থব্যবস্থা। সঙ্কট কাটাতে সরকারের তরফে একাধিক পন্থা নেওয়া হলেও কোনওটাই এখনও বিশেষ কার্যকরী ভূমিকা নিয়ে উঠতে পারছে না। এমতাস্থায় এবার সাংসদের বেতনেও পড়তে চলেছে কোপ।

করোনার কোপ এবার সাংসদদের বেতনেও! লোকসভায় পাস ঐতিহাসিক বিল

ইতিমধ্যেই জরুরী ভিত্তিতে একাধিক বিল পাশের তোড়জোড় শুরু হয়েছে চলতি বাদল অধিবেশনেই। তারই মধ্যে করোনাকালীন পরিস্থিতির কথা মাথায় রেখে মঙ্গলবার ঐতিহাসিক বিল পেশ করা হল লোকসভায়। সর্বসম্মতিক্রমে পাশ হয়ে গেল বেতন, ভাতা ও সাংসদদের পেনশন (সংশোধনী) বিল, ২০২০। সংসদের নিম্ন কক্ষে এই বিল উত্থাপন করা হয় বলে জানা যায়।

সূত্রের খবর, নতুন বিলের ফলে বাতিল হয়ে যাচ্ছে আগের সাংসদদের জন্য বেতন, ভাতা ও পেনশন(সংশোধিত) অর্ডিন্যান্স, ২০২০। গত ৬ই এপ্রিল এই অর্ডিন্যান্সে সবুজ সংকেত দেয় কেন্দ্রীয় মন্ত্রীসভা। এদিকে বর্তমানে নতুন বিলের বলে আগামী একবছর সাংসদের বেতন থেকে ৩০ শতাংশ অর্থ কেটে নেওয়া হবে বলে জানা যাচ্ছে।

English summary
the bill to deduct 30 percent from the salaries of mps due to the corona crisis was passed in the lok sabha
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X