For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নির্বাচনের আগে বাম শাসিত কেরলে শক্তি বৃদ্ধিতে জোর বিজেপির! আদৌও কী আছে জয়ের আশা

তেলেঙ্গানার পর এবার কেরলে নজর বিজেপির! পুর নির্বাচনে জয়ের সম্ভাবনা কতটা

  • |
Google Oneindia Bengali News

মঙ্গলবারই শুরু হচ্ছে কেরলের পুর নির্বাচন। এদিকে তেলেঙ্গানায় শক্তিবৃদ্ধির পর এবার কেরলে নজর পদ্মশিবিরের। এমনকী আসন্ন নির্বাচনেও ভালো ফলের আসা করছে ভারতীয় জনতা পার্টি। যদিও আঞ্চলিক স্তরে এই নিয়ে খানিক উন্মাদনা দেখা দিলেও ভোটের আগে কেরলে কোনও নির্বাচনী জনসভা করতে দেখা দেখা যায়নি বিজেপির কোনও কেন্দ্রীয় নেতাকে।

কেরলের নির্বাচন নিয়ে কী বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা ?

কেরলের নির্বাচন নিয়ে কী বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা ?

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আসন্ন পুর নির্বাচনে বিজেপির প্রাপ্ত ভোটের হার আগের থেকে বেশ খানিকটা বাড়ার সম্ভাবনা থাকলেও আসন সম্মাজনক জায়গায় থেকে আসন জয়ের সম্ভাবনা কার্যত ক্ষীণ। আর একথা মাথায় রেখেই কেরলে আসতে দেখা যায়ানি পদ্ম শিবিরের অমিত শাহ, জে পি নাড্ডার মতো কোনও প্রথমসারির নেতাকে। যদিও এর আগে তেলেঙ্গানার চিত্রটা খানিক আলাদাই ছিল।

কংগ্রেস-বিজেপির তোপের মুখে কেরলের বাম সরকার

কংগ্রেস-বিজেপির তোপের মুখে কেরলের বাম সরকার

প্রসঙ্গত উল্লেখ্য, আঞ্চলিক স্তরে উন্নয়নের ক্ষেত্রে ইতিমধ্যেই কেরলের মুখ্যমন্ত্রী পিনরাই বিজয়নকে সঊলে চড়িয়েছে বিরোধীরা। কংগ্রেস বিপির অভিযোগ, লেফ্ট ডেমোক্রেটিক ফ্রন্টের কারণে আদপে কোনও উন্নতিই হয়নি কেরলে। শহরাঞ্চলের উন্নতিও থমকে থেকেছে। আর এর জন্য সর্বতোভাবে দায়ী সিপিআইএম নেতা তথা কেরলের মুখ্যমন্ত্রী পিনরাই বিজয়ন।

 সোনা পাচার কাণ্ডে কেরলের নাম জড়িয়ে যাওয়ায় মুখ পুড়েছে পিনরাই বিজয়নের

সোনা পাচার কাণ্ডে কেরলের নাম জড়িয়ে যাওয়ায় মুখ পুড়েছে পিনরাই বিজয়নের

এদিকে করোনা কালেই সোনা পাচার কাণ্ডের জেরে ফের খবরের শিরোনামে আসে কেরল। নাম জড়ায় বিজয়ন সরকারের একাধিক উচ্চপদস্থ আমলার। যার আবার প্রত্যেতেই মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ কার্যকর্তা বলেও জানা যায়। পরবর্তীতে তাদের চাকরি থেকে বরখাস্ত করলেও বিশেষ মুখরক্ষা হয়নি বিজয়ন সরকারের। যা নিয়ে বর্তমানে একের পর এক তোপ দেগে চলেছে কংগ্রেস-বিজেপি।

 চলতি সপ্তাহেই তিন দফায় হতে চলেছে ভোট গ্রহণ প্রক্রিয়া

চলতি সপ্তাহেই তিন দফায় হতে চলেছে ভোট গ্রহণ প্রক্রিয়া

এদিকে আগামী ৮, ১০ ও ১৪ ডিসেম্বর কেরলের পঞ্চায়েত, পৌরসভা এবং ছয়টি কর্পোরেশনের ভোটগ্রহণ হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। এবার তার আগেই শেষ মহূর্তের ঝাপিয়ে পড়েছে শাসক বিরোধী সব পক্ষই। এদিকে এই নির্বাচনে বাম জোটকে ধরাশায়ী করতে বিজেপি ও কংগ্রেসের মধ্যে গোপন আঁতাত হয়েছে বলে বিস্ফোরক মন্তব্য করেন কেরলের মুখ্যমন্ত্রী পিনরাই বিজয়ন। পাশাপাশি ভোটের ময়দানে নিজেদের প্রাসঙ্গিক করতে বিজেপির পাশাপাশি একাধিক সাম্প্রদায়িক শক্তির সঙ্গে কেরলের কংগ্রেসী নেতারা বোঝাপড়া করে চলছেন বলেও জানা যায়।

মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশেই থাকবে জঙ্গলমহল, একুশের আগে কথা দিলেন ছত্রধরমমতা বন্দ্যোপাধ্যায়ের পাশেই থাকবে জঙ্গলমহল, একুশের আগে কথা দিলেন ছত্রধর

English summary
the bharatiya janata party is gaining strength in the left ruled kerala
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X