কোভিডের বিরুদ্ধে সবচেয়ে ভালো প্রতিরোধ গড়ে mRNA ভ্যাকসিনই, বললেন ডঃ গগনদীপ কাঙ
কোভিডের বিরুদ্ধে সবচেয়ে ভাল প্রতিরোধ গড়ে তোলে mRNA ভ্যাকসিনই। এই কারণেই এবার মোদী সরকারকে এই বিশেষ ধরনের টিকা ভারতে আনার উপদেশ দিলেন বিশ্বের অন্যতম টিকা বিজ্ঞানী গগনদীপ কাঙ৷

কী এই mRNA?
জীববিদ্যায় মেসেঞ্জার আরএনএ কে সংক্ষেপে এমআরএনএ (mRNA) বলা হয়। সাধারণত ভাইরাসের জেনেটিক কোড (RNA) দেহে প্রবেশ করানো হয়। এর ফলেই সেই দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠে। এক্ষেত্রে ভাইরাসের আরএনএ অনেকটা বার্তাবাহকের কাজ করে। মানবদেহকে বার্তা পাঠায় কোভিডের প্রোটিন বানাতে। আর এভাবেই রোগ প্রতিরোধ ক্ষমতা আরও বেড়ে যায়। বিশ্বজুড়ে সবচেয়ে কার্যকর এমআরএনএ টিকা বানায় ফাইজার, বায়োনটেক, মডের্নার মতো সংস্থা।

কী বলছেন কাঙ?
ভেলোরের খ্রিস্টান মেডিক্যাল কলেজের অধ্যাপক ডাঃ কাঙ মনে করেন, ভারতের জন্য অত্যন্ত কার্যকরী হতে পারে এই এমআরএনএ টিকা। বাইরে থেকে আমদানি না করতে চাইলে পুনের জেনোভা বায়োফার্মাসিউটিকলসের তৈরি এমআরএনএ টিকার জন্যও অপেক্ষা করতে পারে তারা। বুস্টার ডোজ নিয়েও কথা বলতে শোনা যায় তাঁকে। ডাঃ কাঙ বলেন, প্রত্যেক নাগরিকের জন্য বুস্টার ডোজের প্রয়োজন নেই। শুধুমাত্র ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের বুস্টার ডোজের পক্ষে সওয়াল করেন তিনি। বলেন, 'যারা অধিক ঝুঁকিপূর্ণ, তাঁদের বুস্টার ডোজ দেওয়ার প্রয়োজন আছে। যাঁরা ষাটোর্ধ্ব এবং ছ'মাস আগে টিকা নিয়েছেন, তাঁদের বুস্টার ডোজের আওতায় আনা উচিত'।

বুস্টার ডোজের পরামর্শ দিচ্ছেন কাঙ!
তিনি আরও বলেন, 'তবু প্রশ্ন থেকেই যায় বুস্টার ডোজ দেওয়া উচিত কিনা। তথ্য ঘেঁটে আমরা দেখতে পাচ্ছি, কোভিশিল্ডের দু'টি ডোজ নেওয়ার পরে কোভিশিল্ডের বুস্টার ডোজ রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করে৷ কোভ্যাক্সিন নিয়ে এমন কোনও তথ্য আমরা পাইনি। গোটা বিশ্বজুড়ে যে তথ্য এসেছে, তা অনুযায়ী বলতে পারা যায়, এমআরএনএ টিকাই সবচেয়ে বেশি কার্যকরী। হয় ভারত সরকার এই টিকাগুলি দেশে আমদানি করুক৷ নাহলে জেনোভার এমআরএনএ টিকার জন্য অপেক্ষা করুক৷ এই ভ্যাকসিন আমাদের জন্যও কার্যকর হতে পারে।'

দেশে বাড়ছে ওমিক্রনও!
প্রসঙ্গত দেশে ক্রমশ বাড়ছে কোভিডের নয়া স্ট্রেন ওমিক্রনের সংক্রমন৷ এরকম অবস্থায় বিশেষজ্ঞরা বারবার করে বলছেন সাবধান হতে ও করোনাড টিকা সম্পূর্ণ করে নিতে৷ নাহলে দ্বিতীয় ওয়েভের পর তৃতীয় ঢেউয়ের ধাক্কাও সামলাতে হতে পারে দেশকে, এরকমভাবেই সতর্ক করেছেন করোনা বিশেষজ্ঞরা৷ সোমবারও নতুন করে কর্ণাটকে পাঁচজন ওমিক্রন পজিটিভ হওয়ার খবর পাওয়া গিয়েছে৷ যা নিয়ে রীতি মতো চিন্তায় রয়েছেন রাজ্যটির স্বাস্থ্যমন্ত্রক। এরকম অবস্থাতেই এমআরএনএ ভ্যাকসিনের উপর জোর দেওয়ার কথা বলেছেন গগনদীপ৷
