For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আরও বাড়ল নিষেধাজ্ঞা! ৩১শে অগাস্ট পর্যন্ত গোটা দেশেই বাতিল আন্তর্জাতিক বিমান পরিষেবা

  • |
Google Oneindia Bengali News

করোনার কোপ অব্যাহত বিমান পরিষেবায়। আবারও আন্তর্জাতিক বিমান চলাচলে নিষেধাজ্ঞা বাড়ানোর পথে হাঁটতে চলেছে ভারত। এই প্রসঙ্গে এদিন ডিরেক্টরেট জেনারেল অব সিভিল এভিয়েশনের (ডিজিসিএ) তরফে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে। যেখানে বাণিজ্যিক যাত্রীবাহী বিমান পরিষেবার ওপর স্থগিতাদেশের মেয়াদ ৩১ আগস্ট রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র।

কি বলছে ডিজিসিএ-র নতুন নির্দেশিকা?

কি বলছে ডিজিসিএ-র নতুন নির্দেশিকা?

সূত্রের খবর, যাত্রীবাহী বিমানের উপর নিষেধাজ্ঞা থাকলেও আন্তর্জাতিক পণ্যবাহী বিমান পরিষেবা ও ডিজিসিএ অনুমোদিত বিশেষ অনুমোদিত ফ্লাইটের ওপর এই নিষেধাজ্ঞা কার্যকর হবে না। এদিকে তৃতীয় দফার আনলক পর্ব শুরু হচ্ছে ১ অগাস্ট থেকে। এর আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়ে দিয়েছিল বন্দে ভারত মিশনের হাত ধরেই শুধুমাত্র আন্তর্জাতিক বিমান পরিষেবায় আপাতত সচল থাকবে। বাকি সিদ্ধান্ত সময়ের সঙ্গে জানানো হবে। এমতাবস্থায় শুক্রবার কেন্দ্র পরিষ্কার করে দিল আগামী ১ মাস বন্ধই থাকছে ভারতে আন্তর্জাতিক বিমান পরিষেবা।

এর আগে কতবার নিষেধাজ্ঞা জারি করেছে কেন্দ্র?

এর আগে কতবার নিষেধাজ্ঞা জারি করেছে কেন্দ্র?

এদিকে গত ২৩ মার্চ থেকে ভারতে ও ভারত থেকে আন্তর্জাতিক ফ্লাইট পরিষেবা স্থগিত রয়েছে। যদিও সীমিত ঘরোয়া ফ্লাইট চালু হয়েছে ২৫মে থেকে। পরবর্তীতে দেশে করোনা সংক্রমণ বৃদ্ধির পরিপ্রেক্ষিতে চলতি মাসের দেশীয় অসামরিক বিমান পরিবহণমন্ত্রক ৩১ জুলাই পর্যন্ত আন্তর্জাতিক বিমানে ওপর নিষেধাজ্ঞা বাড়ায়। তার আগের নির্দেশে ১৫ জুলাই পর্যন্ত ওই নিষেধাজ্ঞা বহাল ছিল বলে জানা যাচ্ছে।

বন্দে ভারত মিশনে কতজন দেশে ফিরলেন?

বন্দে ভারত মিশনে কতজন দেশে ফিরলেন?

এদিকে কেন্দ্রের বন্দে ভারত মিশনের আওতায় এয়ার ইন্ডিয়া ও এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস ৬ মে থেকে ৩০ জুলাইয়ের মধ্যে ২,৬৭,৪৩৬ জন আটকে পড়া ভারতীয় দেশে ফিরিছেন বলে খবর। পাশাপাশি বিমানে ফেরানো হয়েছে ৪,৮৬,৮১১ জনকে। সূত্রের খবর, ভারত ও অন্য দেশগুলিতে করোনা প্রাদুর্ভাবের জেরে আন্তর্জাতিক ফ্লাইট স্থগিত হওয়ার পর ২৫০০ এর বেশি বিমান চালিয়েছে বিদেশি বিমান সংস্থাগুলি।

কলকাতায় নিষেধাজ্ঞা দেশীয় বিমানেও

কলকাতায় নিষেধাজ্ঞা দেশীয় বিমানেও

বর্তমানে কেন্দ্র জানাচ্ছে ৩১ অগাস্ট পর্যন্ত না ভারত থেকে কোনও বিমান বিদেশে যাবে, এবং একইসাথে কোনও বিদেশি বিমান ভারতে নামবে না। এদিকে করোনার লাগাম ছাড়া বৃদ্ধি রোধে কলকাতা বিমানবন্দরে ৬টি শহর থেকে দেশীয় যাত্রীবাহী বিমান চলাচলে নিষেধাজ্ঞা জারি করে কেন্দ্র। বর্তমানে ১৫ই অগাস্ট পর্যন্ত মুম্বই, পুনে, নাগপুর, দিল্লি, চেন্নাই ও আমেদাবাদ থেকে কলকাতায় কোনও যাত্রীবাহী বিমান ওঠানামা করতে পারবে না বলে জানা যাচ্ছে।

English summary
ban on International flights to India till August 31
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X