For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ওমিক্রনের বিএ.২ উপ-ভ্যারিয়েন্টটি মূল স্ট্রেনের চেয়ে কয়েকগুণ বেশি সংক্রমক, বলছে গবেষণা

ওমিক্রনের বিএ.২ উপ-ভ্যারিয়েন্টটি মূল স্ট্রেনের চেয়ে কয়েকগুণ বেশি সংক্রমক, বলছে গবেষণা

  • |
Google Oneindia Bengali News

করোনার ওমিক্রণ স্ট্রেনের কারণে তৃতীয় ওয়েভ ও ভয়ঙ্কর সংক্রমণ দেখেছে ভারত৷ এবার ওমিক্রনের সাব-ভেরিয়েন্ট বিএ.২ -এর কারণে নতুন করে আরও একটি করোনা ওয়েভের আশঙ্কায় রয়েছে আমেরিকা সহ বেশি কিছু দেশ৷ কারণ ওমিক্রনের এই সাব ভ্যারিয়ান্ট বিএ.২ মূল ভাইরাসের চেয়েও কয়েকগুণ বেশি সংক্রমক!

ওমিক্রনের বিএ.২ উপ-ভ্যারিয়েন্টটি মূল স্ট্রেনের চেয়ে কয়েকগুণ বেশি সংক্রমক, বলছে গবেষণা

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বৃহস্পতিবার জানিয়েছে বিএ.২ অত্যধিক সংক্রমক, কারণ বেশ কয়েকটি দেশে নতুন করে করোনা সংক্রমণ বাড়ছে। বিশেষ করে চিন, হংকং এবং ইউরোপে দৈনিক সংক্রমণ বাড়াচ্ছে। তবে আশার কথা এই যে সংক্রমক হলেও মারণ ক্ষমতায় ডেল্টার চেয়ে অনেকটায় সাধারণ মানের। প্রাথমিক তথ্য অনুসারে ওমিক্রন সংক্রমণ থেকে তৈরি হওয়া অ্যান্টিবডিগুলি বিএ.২ এর সংক্রমণ থেকে রক্ষা করছে মানুষকে।

নতুন এই ভ্যারিয়েন্ট নিয়ে রইল বিশেষ কিছু তথ্য:-

এক, নিউ জার্সি, নিউইয়র্ক এবং ম্যাসাচুসেটস সহ মার্কিন যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্ব অংশে, রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের সিডিসি-র তথ্য অনুসারে, বিএ.২ এখন মোট সংক্রমণের ৫০ শতাংশের জন্য দায়ী৷

দুই, মার্কিন যুক্তরাষ্ট্রে প্রতিদিন গড়ে ২৮,৬০০টি নতুন করোনা কেস নথিভুক্ত করা হচ্ছে৷ যদিও গত জানুয়ারিতে মার্কিন যুক্তরাষ্ট্রে দৈনিক সংক্রমণ দেখা যাওয়া আট লক্ষে পৌঁছে গিয়েছিল৷

তিন, নতুন করে হওয়স করোনা সংক্রমণ আটকাতে আাবারও লকডাউনের পথে হাঁটছে চিন৷ দেশটির স্বাস্থ্যবিভাগ জানিয়েছে মঙ্গলবারই চিনে দৈনিক করোনা সংক্রমণ ২০০০ পেরিয়েছে৷

চার, দক্ষিণ কোরিয়ার মোট সংক্রমণ ১০ মিলিয়নের উপরে পৌঁছেছে। যা দেশটির মোট জনসংখ্যার প্রায় ২০ শতাংশ। সংবাদমাধ্যমের প্রকাশিত খবর দেশটিতে সংক্রমণ ও করোনার মৃত্যু বাড়ছে।

পাঁচ, জাপানে দৈনিক নতুন করোনা কেস বুধবার দ্বিগুণেরও বেশি বেড়ে ৪০ হাজার ৯২৮ এ দাঁড়িয়েছে। ব্লুমবার্গ জানিয়েছে, জাপানে করোনা মৃত্যুর সংখ্যাও ১২২ এ পৌঁছেছে৷

ছয়, সিঙ্গাপুর করোনা বিধিনিষেধগুলি উল্লেখযোগ্যভাবে সহজ করার পরিকল্পনা নিয়েছে। সম্পূর্ণরূপে টিকাপ্রাপ্ত দর্শকদের জন্য বেশিরভাগ বিধিনিষেধ তুলে নিয়েছে দেশটির প্রশাসন৷ বাইরে মাস্ক পরার বাধ্যবাধকতাও সরিয়ে নিয়েছে সিঙ্গাপুর।

সাত, সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী জানিয়েছেন বাইরে বেরোলে মুখোশ পরার বিষয়টিতপ এখন আর বাধ্যবাধকতা রাখা হচ্ছে না। তবে আবদ্ধ জায়গা এবং ভিড় পূর্ণ এলাকায় এখনও মাস্ক পরতে হবে। কারণ খোলা হাওয়ায় সংক্রমণের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কম।

আট, মডার্না জানিয়েছে যে তাদের করোনা ভ্যাকসিনটি চূড়ান্ত পর্যায়ের ট্রায়ালের প্রাথমিক ফলাফলে দেখিয়েছে যে এটি ছয় বছরের কম বয়সী শিশুদের মধ্যেও একটি শক্তিশালী প্রতিরোধ ক্ষমতা তৈরি করেছে যা ওমিক্রন ও তার সাব ভ্যারিয়েটগুলির সংক্রমন রোধ করে।

ফের বাড়ল দেশের দৈনিক করোনা সংক্রমণ, বাড়ল দৈনিক মৃত্যুর সংখ্যাওফের বাড়ল দেশের দৈনিক করোনা সংক্রমণ, বাড়ল দৈনিক মৃত্যুর সংখ্যাও

English summary
The BA.2 sub variant of Omicron is several times more contagious than the original strain
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X