For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাজ্যের সমস্ত মাদ্রাসা গুলির পঠনপাঠনে আমূল পরিবর্তনে নতুন আইন অসম সরকারের

রাজ্যের সমস্ত মাদ্রাসা গুলির পঠনপাঠনে আমূল পরিবর্তনে নতুন আইন অসম সরকারের

  • |
Google Oneindia Bengali News

রাজ্যের মাদ্রাসার গুলির চালচিত্রে আমূল পরিবর্তন আনতে চলেছে অসমের বিজেপি সরকার। অসমের শিক্ষামন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা বুধবার এই ঘোষণা করেন। সংবাদমাধ্যমের কাছে এদিন তিনি জানান শীঘ্রই সমস্ত সরকারি মাদ্রাসা এবং সংস্কৃত বিদ্যালয়গুলিকে (যেখানে আশ্রমে সংস্কৃত পড়ানো হয়) উচ্চ বিদ্যালয় এবং উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে রূপান্তর করার জন্য একটি নতুন আইন আনার পরিকল্পনা করছে অসম সরকার।

রাজ্যের সমস্ত মাদ্রাসা গুলির পঠনপাঠনে আমূল পরিবর্তনে নতুন আইন অসম সরকারের


পাশাপাশি তিনি এও জানান পুরো প্রক্রিয়া আগামী দুমাসের মধ্যেই শেষ করা হবে। বর্তমানে অসমে প্রায় ১,২০০টি মাদ্রাসা এবং ২০০ সংস্কৃত টোল রয়েছে। এই প্রসঙ্গে বলতে গিয়ে তিনি আরও বলেন, “এই মাদ্রাসা গুলি আগামীতে একটি সঠিক নিয়ামক কাঠামোর মধ্যে দিয়ে চলবে। আমরা একটি আইন নিয়ে আসছি যেখানে সরকার পরিচালিত মাদ্রাসা গুলিকে একটি নিয়ামক কাঠামোর অধীনে কাজ করতে হবে এবং মোট ভর্তি হওয়া শিক্ষার্থীর সংখ্যা প্রকাশ করতে হবে। ধর্মীয় শিক্ষার পাশাপাশি তাদের বাধ্যতামূলকভাবে সাধারণ বিষয় পড়াতে হবে।”

এই প্রসঙ্গে বলতে গিয়ে এদিন তাকে বারবার দেশের ধর্মনিরপেক্ষতার পক্ষে সওয়াল করতে দেখা যায়। তিনি বলেন, “যেহেতু এটি একটি ধর্ম নিরপেক্ষ রাজ্য তাই এখানে কোনও ধর্মীয় পঠনপাঠনের জন্য সরকার টাকা খরচ করতে পারবে না।” যদিও নাগরিকত্ব সংকট, উগ্র সাম্প্রদায়িকতার বাতাবরণ এবং একই সাথে দিল্লিতে বিজেপির বড় পরজয়ের মাঝে অসম বিজেপি সরকারে এহেন সিদ্ধান্তকে মানুষ কীভাবে নেবে তা সময়ই বলবে।

English summary
Religious color will not be in education! The assam government has introduced new laws to radically change the reading of state madrasas
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X