For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনার মোকাবিলায় কড়া এলাহাবাদ হাইকোর্ট, প্রয়াগরাজ-লখনৌয়ের জন্য বিশেষ ব্যবস্থা

করোনার মোকাবিলায় কড়া এলাহাবাদ হাইকোর্টে, প্রয়াগরাজ-লখনৌয়ের জন্য বিশেষ ব্যবস্থা

  • |
Google Oneindia Bengali News

করোনা ভাইরাসে দাপটে নাজেহাল রাজধানী দিল্লিতে ইতিমধ্যেই লকডাউন ঘোষণা করা হয়েছে। সেই দেখাদেখি এবার একই পথে হাঁটার ইঙ্গিত দিল উত্তরপ্রদেশ। অতিমারী পরিস্থিতির সঙ্গে মোকাবিলায় যোগী আদিত্যনাথ সরকারকে সাময়িক লকডাউন ঘোষণার নির্দেশ দিল এলাহাবাদ হাইকোর্ট। প্রয়াগরাজ, লখনৌ সগ রাজ্যের পাঁচ শহরে বিধি কড়া করার কথা বলা হয়েছে। তা সঠিক ভাবে মেনে চলা হলে দিল্লির চিত্র দেখা যেতে পারে গো বলয়ের সবচেয়ে বড় রাজ্যে।

কী বলল এলাহাবাদ হাইকোর্ট

কী বলল এলাহাবাদ হাইকোর্ট

বাড়তে থাকা করোনা ভাইরাসের সংক্রমণের নিরিখে এক মামলার প্রেক্ষিতে সোমবার উত্তরপ্রদেশ সরকারকে অতি গুরুত্বপূর্ণ নির্দেশ দেয় এলাহাবাদ হাইকোর্ট। জানিয়ে দেয় যে আগামী ২৬ এপ্রিল পর্যন্ত যোগী আদিত্যনাথের রাজ্যে জরুরিকালীন পরিষেবা ছাড়া সব সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ রাখতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানগুলিকেও এই তালিকায় অন্তর্ভূক্ত করার নির্দেশ দিয়েছে এলাহাবাদ হাইকোর্ট। তিন ও তার বেশি সংখ্যক কর্মচারী সম্বলিত দোকানগুলিও বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

পাঁচ শহরে কড়া ব্যবস্থা

পাঁচ শহরে কড়া ব্যবস্থা

কুম্ভ মেলার ক্ষেত্র প্রয়াগরাজে করোনা ভাইরাস রোধে বিশেষ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে এলাহাবাদ হাইকোর্ট। লখনৌ সহ রাজ্যের আরও চার জনবহুল শহরে এই নিয়ম আরও কড়া ভাবে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।

তালিকা থেকে বাদ কোন কোন পরিষেবা

তালিকা থেকে বাদ কোন কোন পরিষেবা

বাড়তে থাকা করোনা ভাইরাসের সংক্রমণের নিরিখে এক মামলার প্রেক্ষিতে সোমবার উত্তরপ্রদেশ সরকারকে দেওয়া নির্দেশিকা থেকে বাদ দেওয়া হয়েছে রাজ্যের বেশকিছু পরিষেবা। তাতে অন্তর্ভূক্ত গুরুত্বপূর্ণ আর্থিক, স্বাস্থ্য পরিষেবা, শিল্প ও বৈজ্ঞানিক ও জরুরিকালীন পরিষেবা। পুর পরিষেবা এবং পাবলিক ট্রান্সপোর্ট স্বাভাবিক রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

দিল্লিতে লকডাউন

দিল্লিতে লকডাউন

করোনা ভাইরাসের নতুন স্ট্রেনে সবচেয়ে বেশি প্রভাবিত হয়েছে দিল্লি। রাজধানীতে বর্তমানে কোভিড ১৯ আক্রান্ত রোগীর সংখ্যা সাড়ে আট লক্ষ পেরিয়ে গিয়েছে। দিল্লিতে অ্যাক্টিভ কেসের সংখ্যা প্রায় ৭৫ হাজার। প্রাণ হারিয়েছেন ১২ হাজারেরও বেশি মানুষ। পরিস্থিতি সামাল দিতে লকডাউন ঘোষণা করেছে দিল্লি সরকার। উত্তরপ্রদেশে সাড়ে আট লক্ষেরও বেশি মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। সে রাজ্যে অ্যাক্টিভ কেসের সংখ্যা প্রায় ২ লক্ষ।

English summary
The Allahabad High Court ordered Uttar Pradesh Government to close all establishment amid coronavirus
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X