পুলওয়ামা নিয়ে টুইট! বিতর্কিত আবেদনের সঙ্গে 'সহমত' রাজ্যপাল তথাগত
পুলওয়ামায় জঙ্গি হামলার প্রেক্ষিতে কাশ্মীরবাসীর সঙ্গে কার্যত অসহযোগিতার বার্তা দিলেন মেঘালয়ের রাজ্যপাল তথা প্রাক্তন বিজেপি নেতা তথাগত রায়। সোশ্যাল মিডিয়ায় এক সেনা আধিকারিকের বয়ান হিসেবে ছড়িয়ে পড়া বয়ানের সঙ্গে সহমত হয়েছেন তিনি।

আগামী ২ বছর কাশ্মীর কিংবা অমরনাথ না যাওয়ার পক্ষে মেঘালয়ের রাজ্যপাল তথাগত রায়। কাশ্মীর এম্পোরিয়াম কিংবা সেখানকার লোকেদের থেকে সেরাজ্যের কোনও জিনিস না কেনার পক্ষেও তিনি। কাশ্মীরিদের সব কিছু বয়কট করুন। সোশ্যাল মিডিয়ায় এমনটাই আবেদন করেছেন মেঘালয়ের রাজ্যপাল তথাগত রায়।

An appeal from a retired colonel of the Indian Army: Don’t visit Kashmir,don’t go to Amarnath for the next 2 years. Don’t buy articles from Kashmir emporia or Kashmiri tradesman who come every winter. Boycott everything Kashmiri.
— Tathagata Roy (@tathagata2) February 19, 2019
I am inclined to agree
পাঠানকোটে জঙ্গি হামলার সময়ে তিনি টুইট করে বলেছিলেন, জঙ্গিদের শুয়োরের চামরায় পরিবৃত করে কবর দেওয়া উচিত। সেই টুইট নিয়ে সেই সময়ে বিতর্ক তৈরি হয়েছিল।