For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শশীর টুইটে তোলপাড়, ইন্দিরা গান্ধীকে কী নামে ডাকলেন কংগ্রেস সাংসদ

আমেরিকায় ভারতের প্রধানমন্ত্রী মোদীর সম্মোহনের পাল্টা জবাব দিতে গিয়ে সম্প্রতি জওহরলাল নেহরু এবং ইন্দিরা গান্ধীর একটি ছবি টুইটারে শেয়ার করেছিলেন কংগ্রেস সাংসদ শশী থারুর।

Google Oneindia Bengali News

আমেরিকায় ভারতের প্রধানমন্ত্রী মোদীর সম্মোহনের পাল্টা জবাব দিতে গিয়ে সম্প্রতি জওহরলাল নেহরু এবং ইন্দিরা গান্ধীর একটি ছবি টুইটারে শেয়ার করেছিলেন কংগ্রেস সাংসদ শশী থারুর। সেই ছবিতে হুডখোলা গাড়িতে নেহরুর সঙ্গে ইন্দিরা গান্ধীকে আমেরিকায় রাস্তায় অভ্যর্থনা গ্রহণ করতে দেখা গিয়েছে। রাস্তার দুধারে দাঁড়িয়ে থাকা বিপুল জনস্রোত তাঁদের অভ্যর্থনা জানাচ্ছেন। সেই ছবিটি টুইট করার পর শশী থারুর তার নীচে যে ক্যাপশনটি লিখেছিলেন তাতে ইন্দিরা গান্ধীকে ভুল করে ইন্ডিয়া লিখে ফেলেন।

শশীর টুইটে তোলপাড়, ইন্দিরা গান্ধীকে কী নামে ডাকলেন কংগ্রেস সাংসদ

ব্যাস, মুহূর্ত সময় লাগেনি সেটা ছড়িয়ে পড়তে। ইন্ডিয়া কে এই নিয়ো তোলপাড় শুরু হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়।

আসলে যে ছবিটি তিনি শেয়ার করেছিলেন সেটি ১৯৫৫ সালের। এবং সোভিয়েতে গিয়েছিলেন তাঁরা তখনকার ছবি।

মস্কোর রাস্তায় বেরিয়েছিলন নেহরু এবং ইন্দিরা। ১৯৫৪ সালের আমেরিকা সফরের ছবি নয়। সেই ভুলটিও ধরিয়ে দিয়েছেন নেটিেজনরা। একের পর এক ভুল তথ্য এবং বানান ধরিয়ে দিয়ে শশীকে বিদ্ধ করেছেন নেটিজেনরা।

আমেরিকার মাটিতে মোদীর জনপ্রিয়তার কটাক্ষ করতে গিয়ে নিজেই সমালোচনাকর কন্দ্রে পরিণত হয়েছেন কংগ্রেস সাংসদ।

 [তাপস চট্টোপাধ্যায়কে খুনের হুমকি দিয়ে পোস্টার! পাশেই তৃণমূলের অপর নেতার নাম] [তাপস চট্টোপাধ্যায়কে খুনের হুমকি দিয়ে পোস্টার! পাশেই তৃণমূলের অপর নেতার নাম]

[ এনআরসি ১৬০০ কোটি খরচে উঁকি মারছে দুর্নীতি! সিবিআই তদন্তের দাবি তুলল বিজেপিই][ এনআরসি ১৬০০ কোটি খরচে উঁকি মারছে দুর্নীতি! সিবিআই তদন্তের দাবি তুলল বিজেপিই]

English summary
Tharoor misspelled 'Indira' as 'India and Netizens pointed it out
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X