For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জিএসটি চালু হওয়ায় কমেছে রেস্তরাঁর খরচ, দারুণ উপকৃত মধ্যবিত্তরা

জিএসটি বা পণ্য ও পরিষেবা কর চালু হওয়ার পরে রেস্তরাঁয় পরোক্ষ করের পরিমাণ কমে আসায় গ্রাহকদের অনেক সুবিধা হয়েছে। বিশেষ করে দেশের মধ্যবিত্ত শ্রেণি উপকৃত হয়েছে।

  • |
Google Oneindia Bengali News

জিএসটি বা পণ্য ও পরিষেবা কর চালু হওয়ার পরে রেস্তরাঁয় পরোক্ষ করের পরিমাণ কমে আসায় গ্রাহকদের অনেক সুবিধা হয়েছে। বিশেষ করে দেশের মধ্যবিত্ত শ্রেণি উপকৃত হয়েছে।

জিএসটি চালু হওয়ায় কমেছে রেস্তরাঁর খরচ, উপকৃত মধ্যবিত্তরা

জিএসটির ফলে রেস্তরাঁয় খাওয়ার খরচ কমেছে। এসি ও নন এসি রেস্তরাঁয় খাবার খরচে করের পরিমাণ ১৪.২২ শতাংশ থেকে কমে ৫ শতাংশে এসে ঠেকেছে। জিএসটি কাউন্সিল এই করকে এতটা কমিয়ে এনেছে।

ফলে রেস্তরাঁ ইনপুট ট্যাক্স ক্রেডিটের সুবিধা পায় না। যদিও অ্যালকোহলে মতো পণ্যে রাজ্য আলাদা ভ্যাট চাপায় কারণ এটি জিএসটি-র বাইরে রয়েছে।

হোটেলের ভিতরের রেস্তরাঁও ৫ শতাংশ হারে কর নেয়। শুধু অনেক বড় হোটেল যেখানে ভাড়া ৭৫০০ টাকার বেশি, সেখানের দাম খানিকটা আলাদা। সেখানে কর দিতে হবে ১৮ শতাংশ হারে।

আগে আলাদা আলাদা করে বিভিন্ন স্তরে পণ্যের কর দিতে হতো। ফলে শেষ অবধি বিভিন্ন পণ্যে গ্রাহককে বেশি মূল্য চোকাতে হতো। এখন সামগ্রিকভাবে একটি কর নেওয়া হয়। সেটাকেই জিএসটি বলা হচ্ছে। ৫, ১২, ১৮ ও ১৮ এই চারটি ধাপে জিএসটিকে ভাগ করা হয়েছে। পেট্রোলিয়াম পণ্য, অ্যালকোহল, বিদ্যুতকে জিএসটি-র মধ্যে রাখা হয়নি।

English summary
The Indirect tax on restaurant has been reduced substantially due to the implementation of Goods and Services Tax (GST). Indeed, a boon for end-consumer, especially, middle-class people in India
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X