For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ফের রক্তাক্ত কাশ্মীর! সেনার উপর জঙ্গি হামলার জের, জখম একাধিক জওয়ান

Google Oneindia Bengali News

ফের জঙ্গি হামলায় কেঁপে উঠল কাশ্মীর। এদিন কাশ্মীরের কুলগাওঁতে জঙ্গি হামলার জেরে ৪ জওয়ান জখম হন বলে খবর। জানা গিয়েছে একটি সেনা টহলদারী দলের উপর এলোপাথাড়ি গুলি ছুঁড়তে শুরু করে জঙ্গিরা। শামসিপোড়া জাতীয় সড়কে এই ঘটনাটি ঘটে। এদিকে এই ঘটনার পরই পুরো এলাকাটিকে ঘিরে ফেলা হয়েছে। সেখানে তল্লাশি চালাচ্ছে সেনা।

কাশ্মীরে সেনার উপর জঙ্গি হামলার জের, জখম একাধিক জওয়ান

এদিকে নির্বিঘ্নে সাধারণতন্ত্র দিবস পালন করার জন্য মঙ্গলবার কাশ্মীরে ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়৷ শুধুমাত্র মোবাইলের জন্যই এই বিধিনিষেধ আরোপ করা হয় বলে সরকারি তরফে জানানো হয়েছিল৷ তবে ফোন করার ক্ষেত্রে কোনও বিধিনিষেধ আরোপ করা হয়নি৷

এর আগে জম্মু ও কাশ্মীর প্রশাসেনর তরফে এই কেন্দ্রশাসিত অঞ্চলে হাই স্পিড মোবাইল ডেটা বন্ধ করার নির্দেশিকা জারি করা হয়েছিল৷ এই নির্দেশিকা ফেব্রুয়ারির ৬ তারিখ পর্যন্ত বলবৎ থাকবে৷ যদিও এই নির্দেশিকা থেকে ছাড় দেওয়া হয়েছে গান্ধেরবাল ও উধমপুরকে৷

প্রশাসনের তরফে জানানো হয়েছিল যে হাই স্পিড মোবাইল ডেটা পরিষেবা শুধু গান্ধেরবাল ও উধমপুরে চালু থাকবে৷ অন্য জেলাগুলিতে ২জি পরিষেবা পাওয়া যাবে৷ জম্মু ও কাশ্মীরের স্বরাষ্ট্র দপ্তরের তরফে জানানো হয়েছিল যে দেশবিরোধী কার্যকলাপ হতে পারে এমন আশঙ্কা করেই তারা এই সিদ্ধান্ত নিয়েছে৷ তবে ব্রডব্যান্ডের মাধ্যমে ইন্টারনেট পরিষেবা দেওয়ার অনুমতি দেওয়া হয়েছে৷

প্রশাসন সূত্রে খবর, ইন্টারনেটের মাধ্যমে উপত্যকার যুব সমাজকে বিপথে চালিত করার চেষ্টা করছে জঙ্গি সংগঠনগুলি৷ তাদের মধ্যে ভারত সম্বন্ধে বিদ্বেষ ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে৷ সেই কারণেই জম্মু ও কাশ্মীরে ইন্টারনেটের উপর বিধিনিষেধ জারি করা হচ্ছে৷

English summary
Terrorists on Wednesday fired upon a patrol party of the army in Kulgam in which 2 soldiers were injured
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X