For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মোদী-শাহর বৈঠক টেবিলে নাগরোটা এনকাউন্টার নিয়ে চাঞ্চল্যকর তথ্য! সরগরম দিল্লি

মোদী-শাহর বৈঠক টেবিলে নাগরোটা এনকাউন্টার নিয়ে চাঞ্চল্যকর তথ্য! সরগরম দিল্লি

  • |
Google Oneindia Bengali News

শুক্রবার দিল্লিতে উচ্চপর্যায়ের এক বৈঠকে বসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, এবং জাতীয় উপদেষ্টা অজিত ডোভাল। আর সেই বৈঠক হয় কাশ্মীরের নাগরোটা এনকাউন্টারকে কেন্দ্র করে। এরপরই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে আসে বৈঠকে।

 মোদী-শাহের বৈঠকে টেবিলে চাঞ্চল্যকর তথ্য

মোদী-শাহের বৈঠকে টেবিলে চাঞ্চল্যকর তথ্য

সরকারী আমলা সূত্রের খবর, এদিন সকালে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী সহ বাকি উচ্চপদস্থদের বৈঠকে নাগরোটা এনকাউন্টার রিপোর্ট নিয়ে আলোচনা হয়। সেই রিপোর্টের তথ্যে জানা গিয়এছে, যে জইশ জঙ্গিরা ওই এনকাউন্টারে মারা গিয়েছে , তারা ২৬/১১ এর বর্ষপূর্তিতে দেশের বুকে বড়সড় হামলা পরিকল্পনা করছিল।

 কী ঘটেছিল নাগরোটায়?

কী ঘটেছিল নাগরোটায়?

জানা গিয়েছে, পুলিশের কাছে এই এনকাউন্টার নিয়ে আগেই খবর ছিল। এরপরই নাগরোটা সহ কাশ্মীরের একাধিক টেকিং পয়েন্টে নাকা বসানো হয়। এরপরই একটি ট্রাক তল্লাশি করতে গিয়ে জঙ্গিরা গুলি ছুড়তে শুরু করে। পাল্টা গুলি চালাতে বাধ্য হয় সেনা।

 পাকিস্তানি জঙ্গিরা আপেল বোঝাই ট্রাকে!

পাকিস্তানি জঙ্গিরা আপেল বোঝাই ট্রাকে!

জানা গিয়েছে, পাকিস্তান থেকে অনুপ্রবেশকারী ওই জঙ্গিরা আপেল বোঝাই ট্রাকে লুকিয়ে ছিল। গতকাল ভোর ৫ টা নাগাদ তাদের গাড়ি সন্দেহজনক মনে হওয়ায় তল্লাশি চালাতে যায় নিরাপত্তা বাহিনী। তখনই হয় এনকাউন্টার।

 প্রচুর পরিমাণ গোলা , বারুদ উদ্ধার

প্রচুর পরিমাণ গোলা , বারুদ উদ্ধার

প্রসঙ্গত, প্রচুর পরিমাণ গোলা বারুদ কাশ্মীরে উদ্ধার হয়েছে এই ঘটনার জেরে। এদিকে, গোয়েন্দা সূত্রের খবর ছিল যে, পাকিস্তানের পিওকের জঙ্গি লঞ্চপ্যাড থেকে একের পর এক জঙ্গিকে ভারতে অনুপ্রবেশ করানোর চেষ্টা চলছে। দের মূল উদ্দেশ্য ২৮ নভম্বর থেকে উপত্যাকয় হতে চালা ডিডিসি ভোট বানচাল করা।

<strong>কবে আসছে ভ্যাকসিন? এই প্রশ্নের মাঝেই করোনা টীকা নিলেন হরিয়ানার মন্ত্রী অনিল ভিজ</strong>কবে আসছে ভ্যাকসিন? এই প্রশ্নের মাঝেই করোনা টীকা নিলেন হরিয়ানার মন্ত্রী অনিল ভিজ

English summary
Terrorists of Nagrota encounter planned attack on 26/11 Anniversary , Revealed at Modi meeting
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X