For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সমুদ্রপথে ফের ভারতে ওপর হামলার জন্য তৈরি হচ্ছে জঙ্গিরা! নৌসেনাপ্রধান আরও যা জানালেন

২৬/১১ মুম্বই হামলার সময় হাফিজ সইদের পাকিস্তান আশ্রিত জঙ্গি সংগঠন লস্কর-এ-তৈবা ভারতের মাটিতে ঢুকে ছিল জলপথে।

  • |
Google Oneindia Bengali News

২৬/১১ মুম্বই হামলার সময় হাফিজ সইদের পাকিস্তান আশ্রিত জঙ্গি সংগঠন লস্কর-এ-তৈবা ভারতের মাটিতে ঢুকে ছিল জলপথে। পাকিস্তানের করাচি থেকে জলপথকেই নিরাপদ মনে করে মুম্বইয়ে প্রবেশ করে নারকীয় হত্যা লীলা চালায় কাসাভ সহ একাধিক জঙ্গি। সেই একই ছকে পাকিস্তান আশ্রিত জঙ্গি গোষ্ঠীগুলি ফের ভারতের মাটিতে হামলার ছক কষছে। এদিন এমনই দাবি করেছেন দেশের নৌসেনা প্রধান সুনীল লনবা।

কী জানিয়েছেন দেশের নৌসেনা প্রধান?

এদিন ভারতীয় নৌসেনা প্রধান সুনীল লানবা জানান, সমুদ্রের পথে এবার ভারতের মাটিতে জঙ্গি পাঠানোর ব্যবস্থা করছে প্রতিবেশী দেশ। এজন্য জঙ্গিদের প্রশিক্ষণ দেওয়ার কাজও চলছে। ভারতীয় নৌসেনার হাতে এমনই বিস্ফোরক তথ্য এসে পৌঁছেছে।

ভারতকে অস্থির করে তুলতে প্রয়াস!

এদিন নৌসেনা প্রধান জানান, ভারতে অশান্ত করে তুলতে চেষ্টা শুরু করে দিয়েছে প্রতিবেশীরা। তাঁর দাহি, হিংসা ছড়াচ্ছে উদ্রবাদীরা, যা উস্কে দিচ্ছে একটি রাষ্ট্র,যাতে ভারতে অশান্তি বেড়ে যায়। এতে অর্থের যোগান আসছে প্রতিবেশী রাষ্ট্রের কাছ থেকেই।

জঙ্গিদের রাষ্ট্রের দ্বারা উস্কানি!

নৌসেনার প্রধান সুনীল লানবা ৩ সপ্তাহ আগে কাশ্মীরের বুকে জঙ্গি হামলার কথা স্মরণ করিয়ে এদিন জানান, বিশ্বজুড়ে সন্ত্রাসবাদ যেভাবে বে়ডে উঠছে তাতে, তা বড়সড় চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে।

English summary
Terrorists being trained to carry out operations through sea says Naval Cheif.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X