কাশ্মীরের পাম্পোরে সরকারি ভবনে জঙ্গি হামলা, আহত ২ সেনা জওয়ান
শ্রীনগর, ১০ অক্টোবর : ফের জঙ্গিদের হামলার নিশানায় জম্মু ও কাশ্মীর। এবার পাম্পোরের সরকারি বহুতলে তিন চার জন জঙ্গি অতর্কিতে হামলা চালিয়েছে বলে জানা গিয়েছে। হামলার পাল্টা জবাব দেয় সেনা জওয়ানরা। এখনও পর্যন্ত গুলির লড়াইয়ে ২ জন জওয়ানের আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে।
ইডিআই বিল্ডিংয়ের একটি অংশে অগুন লেগে যাওয়ার ফলে ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। বহুতলটিতে মোট ৫০টির বেশি ঘর রয়েছে। গত ফেব্রুয়ারি মাসেও এই সরকারি ভবনে হামলা চালিয়েছিল জঙ্গিরা। সেই সময়ে গুলির লড়াইয়ে ৩ জঙ্গিকে খতম করেছিল সেনা জওয়ানরা।

সেনাবাহিনী সূত্রে জানা গিয়েছে সোমাবার ভোর ৬ টা নাগাদ জঙ্গিরা এই বহুতলটিতে প্রবেশ করে। ঘটনার খবর পেয়ে বহুতলটিকে ঘিরে ফেলে পুলিশ এবং সেনা জওয়ানরা। গুলির লড়াইয়ে এখনও পর্যন্ত দুই জওয়ানের আহত হওয়ার খবর সামনে এসেছে।
মনে করা হচ্ছে জঙ্গিরা বহুতলের ৬ এবং ৭ তলার মধ্যেই লুকিয়ে রয়েছে। সূত্র মারফৎ আরও জানা গিয়েছে জঙ্গিরা নৌকায় চেপে ঝিলাম নদী নদী অতিক্রম করে অনুপ্রবেশ করে। উল্লেখ্য পাক অধিকৃত কাশ্মীরে ভারতীয় সেনার সার্জিক্যাল অ্যাটাকের পরে সীমান্ত এলাকা জঙ্গি হামলা বাড়তে পারে বলে আশঙ্কা করেছিলেন গোয়েন্দারা। তাই সীমান্ত এলাকায় জঙ্গি অনুপ্রবেশ আটকাতে সেনা নজরদারি বাড়ানো হয়। এদিনের হামলার পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনের চেষ্টা করছেন পুলিশ ও সেনা জওয়ানরা।