For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

১৫ বছর পর পুরানো রুটে ভারতে ঢুকছে জঙ্গিরা! কীভাবে জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের খোঁজ পেল সেনা?

গত কয়েকদিন ধরেই দিল্লিতে গোপন অপরেশন চালাচ্ছে সেনা। তবে আজ সোমবার জম্মু-কাশ্মীরে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই চালাতে শহিদ হন পাঁচ জওয়ান। শহিদ হয়েছেন আরও এক অফিসার। তবে দীর্ঘক্ষণ পুঞ্চ সেক্টরে জঙ্গিদের সঙ্গে লড়াই জারি ছিল

  • |
Google Oneindia Bengali News

গত কয়েকদিন ধরেই দিল্লিতে গোপন অপরেশন চালাচ্ছে সেনা। তবে আজ সোমবার জম্মু-কাশ্মীরে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই চালাতে শহিদ হন পাঁচ জওয়ান। শহিদ হয়েছেন আরও এক অফিসার।

তবে দীর্ঘক্ষণ পুঞ্চ সেক্টরে জঙ্গিদের সঙ্গে লড়াই জারি ছিল। সূত্রের খবর, স্থানীয় জঙ্গলে গা ঢাকা দিয়ে রয়েছে বেশ কয়েকজন জঙ্গি। রবিবার রাতেই সেনার কাছে খবর আসে।

এরপর স্থানীয় পুলিশ প্রশাসনের তরফে সেনাবাহিনীকে অ্যালার্ট করা হয়। খবর পাওয়ার পরেই গোটা এলাকা সেনাবাহিনী ঘিরে ফেলে। কিন্তু প্রবল বৃষ্টি এবং মেঘের কারনে সেনাকে প্রথমেই বেগ পেতে হয়।।

শুধু তাই নয়, এই অপারেশন মেন রোড থেকে চার কিলোমিটার ভিতরে জংলের মধ্যে শুরু হয়।

জঙ্গিদের খোঁজে সার্চ অপারেশন

জঙ্গিদের খোঁজে সার্চ অপারেশন

গোটা রাত জঙ্গিদের খোঁজে সার্চ অপারেশন চালায়। সকালের দিকে ঘন জঙ্গল এবং পাহাড়ের নীচে জঙ্গিদের লুকিয়ে থাকার খোঁজ পায় সেনা। আর সঙ্গে সঙ্গে শুরু হয়ে যায় ফায়ারিং। জঙ্গি এবং সেনার মধ্যে প্রায় কয়েক ঘন্টা ধড়ে চলে গোলাগুলি। আর তাতেই পাঁচ জওয়ান গুরুতর আহত হয়। যদিও পরে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে মৃত বলে ঘোষণা করা হয় তাঁদের। এই ঘটনার পর গোটা এলাকা ঘিরে রাখা হয়েছে।

চার জঙ্গি!

চার জঙ্গি!

জানা যাচ্ছে, চার জঙ্গি ওই এলাকাতে লুকিয়ে ছিল । গত দুদিন আগেই সীমান্ত পেরিয়ে ওই জঙ্গলে আশ্রয় নেয় তাঁরা। গোয়েন্দা সূত্রের খবর, জঙ্গিদের চারজনকে দুটি গ্রুপে ভাগ হয়ে ভারতে ঢুকেছি। গত মাসখানেক আগে এমনই চার জনের একটি গ্রুপ ভারতে ঢুকেছিল। মনে করা হচ্ছে, এটি আরও একটা। যদিও আগের গ্রুপের বেশ কয়েকজনকে এনকাউন্টারে মেরে দিয়েছে ভারতিয় সেনা। যদিও বাকি দুই জঙ্গিকে ধরতে পারেনি। তাঁদের খোঁজে তল্লাশি চালাচ্ছে সেনা। আর এর মধ্যে আরও চার জঙ্গি সদস্যের খোঁজ ভাবাচ্ছে সেনাকে।

পুরানো রুটকে বেছে নিচ্ছে জঙ্গিরা

পুরানো রুটকে বেছে নিচ্ছে জঙ্গিরা

গত কয়েকদিন আগে পাকিস্তান থেকে সীমান্ত পেরিয়ে ভারতে ঢোকার সময়ে তিনজঙ্গিকে খতম করে ভারতীয় সেনা। এই ঘটনা ঘটে রামপুর সেক্টরের রুস্তম ব্যাটেলিয়ান এরিয়া হুথলঙ্গা জংলে এই ঘটনা ঘটে। ওই সমস্ত জঙ্গিদের কাছ থেকে অনেক সংখ্যায় অস্ত্র-বোলাবারুদ উদ্ধাঢ় করে ভারত সেনা। আর সেই সময়ে আশঙ্কা প্রকাশ করেছিলেন গোয়েন্দারা। কার্যত সতর্ক করে বলা হয় যে, জঙ্গিরা সম্ভবত ফের এই রুট ব্যবহা করেই ভারতে ফের ঢোকার চেষ্টা করবে। ফলে এই রুটে সতক থাকতে হবে। গোয়েন্দারা বলছেন, প্রায় ১৫ বছর পর ফের জঙ্গিরা এই রুট ব্যবহার কছে। এই এলাকাতে থাকা ভারতীয় সেনা ছাউনি খুব সহজেই সীমান্তের যে কোনও গতিবিধি সহজেই ধরে ফেলে। আর সেই কারনে এই রুটকে ব্যবহার করে না জঙ্গিরা। কিন্তু নতুন করে জঙ্গিরা এই রুট ব্যবহার করায় চিন্তার ভাঁজ কপালে।

English summary
Terrorists are entering by old way, how Army opeartion happened in Kashmir
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X