For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্রজাতন্ত্র দিবসে কাশ্মীরে হামলার ছক জঙ্গিদের, একাধিক জঙ্গি ওত পেতে আছে উপত্যকায়

প্রজাতন্ত্র দিবসে কাশ্মীরে হামলার ছক জঙ্গিদের, একাধিক জঙ্গি ওত পেতে আছে উপত্যকায়

Google Oneindia Bengali News

প্রজাতন্ত্র দিবসে কাশ্মীরে হামলার ছক কষছে জঙ্গিরা। এমনই খবর পেয়েছে গোয়েন্দারা। শুধু কাশ্মীর নয় জম্মুতেও হামলার ছক রয়েছে জঙ্গিদের। গোয়েন্দারা জানতে পেরেছেন এই মুহুর্তে কাশ্মীরে রয়েছে লস্কর-ই-তৈবা জঙ্গি জাহিদ নাজির ভাট সহ চার জঙ্গি। পুলওয়ামা ও নারওয়াল এলাকায় আরও চার পাকিস্তানি জঙ্গি রয়েছে। অদিকে আবার জঈশ জঙ্গিরাও ফিঁদায়ে হামলার জন্য প্রস্তুতি নিচ্ছে বলে জানতে পেরেছে গোয়েন্দারা।

কাশ্মীরে জঙ্গি ডেরা

কাশ্মীরে জঙ্গি ডেরা

শ্রীনগরের রাজপোরা এলাকায় কাশ্মীরের স্থানীয় জঈশ কমান্ডার ইদ্রিশ এবং এক বিদেশি জঙ্গি ডেরা তৈরি করেছে। রয়েেছ জাহিদ মনসুর ওয়ানি নামে এক স্থানীয় জঙ্গিও। তারা নিরপত্তাকর্মীদের উপর হামলার ছক কষছে। তারা স্থানীয় জঈশ জঙ্গি ইয়াসির পান্ডের সঙ্গে যোগাযোগ রেখে চলেছে।

জঙ্গি অনুপ্রবেশ

জঙ্গি অনুপ্রবেশ

এদিকে আবার নিয়ন্ত্রণ রেখা অতিক্রম করে পাকিস্তান থেকে কাশ্মীরে ঢুকে পড়েছে ৮ জঙ্গিদের একটি দল। তার মধ্যে রয়েছেমহম্মদ ইকবাল মির। নওগাম সেক্টর দিয়ে তারা কাশ্মীরে ঢুকেছে। প্রজাতন্ত্র দিবসে নাশকতা ছড়ানোর ছক রয়েছে তাদেরও। পাখাপুরা এবং পুলওয়ামা এলাকায় আইইডি বিস্ফোরণ ঘটানোর ছক রয়েছে তাদের। গোপন সূত্রে গোয়েন্দারা জানতে পেরেছে শীঘ্রই ত্রাল এলাকার একাধিক জায়গায় হামলা চালানোর পরিকল্পনা করছে এই জঙ্গিরা।

পিওকে-তে জঙ্গি ঘাঁটি

পিওকে-তে জঙ্গি ঘাঁটি

অন্যদিকে পিওকের রাউলকোটে ওত পেতে রয়েছে লস্কর-ই-তৈবার চার জঙ্গি। যেকোনও মুহূর্তে ভারতে প্রবেশ করতে পারে তারা। পাক সীমান্ত রক্ষীরা তাদের অনুপ্রবেশ করতে সাহায্য করছে বলে খবর। অন্যদিকে অনন্তনাগে নিরাপত্তারক্ষীদের ছাউনিতে হামলা চালানোর ছক রয়েছে তাদের।

পাকিস্তানের পক্ষে সম্ভব নয় ভারতকে কাশ্মীর ইস্যুতে জবাব দেওয়া! সিআরএস রিপোর্টে এলো চাঞ্চল্যকর দাবি পাকিস্তানের পক্ষে সম্ভব নয় ভারতকে কাশ্মীর ইস্যুতে জবাব দেওয়া! সিআরএস রিপোর্টে এলো চাঞ্চল্যকর দাবি

English summary
Terrorist tergated terror attack on 26 January
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X