For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পাঞ্জাবের মুখ্যমন্ত্রী খুনের চক্রী জগতার সিং ধৃত থাইল্যান্ডে

  • By Ananya Pratim
  • |
Google Oneindia Bengali News

নয়াদিল্লি, ৬ জানুয়ারি: পাঞ্জাবের মুখ্যমন্ত্রী বিয়ন্ত সিংকে খুনের ঘটনার অন্যতম চক্রী জগতার সিং তারাকে গ্রেফতার করল পুলিশ। তাকে থাইল্যান্ড থেকে গ্রেফতার করা হয়েছে। ২০০৪ সালে জেল থেকে পালিয়েছিল এই খালিস্তানি জঙ্গি।

জগতার সিং তারা মুখ্যমন্ত্রী বিয়ন্ত সিংকে খুনের অন্যতম চক্রী। ১৯৯৫ সালের ৩১ অগস্ট চণ্ডীগড়ে সচিবালয়ের সামনে একটি আত্মঘাতী বিস্ফোরণে মারা যান বিয়ন্ত সিং-সহ ১৮ জন। এই হত্যাকাণ্ড যখন ঘটে, তখন জগতার সিং তারা, পরমজিৎ সিং ভিওরা এবং জগতার সিং হাওয়ারা ব্বর খালসার সদস্য ছিল। পরে খালিস্তান টাইগার ফোর্স নামে একটি জঙ্গি সংগঠন গড়ে তোলে তারা।

ককক

পুলিশ এদের গ্রেফতার করলেও ২০০৪ সালের ফেব্রুয়ারি মাসে বুড়াইল জেল থেকে পালায় তিনজন। জগতার সিং হাওয়ারা এবং পরমজিৎ সিংকে পুলিশ গ্রেফতার করতে সক্ষম হলেও এতদিন জগতার সিং তারার খোঁজ পাওয়া যাচ্ছিল না। শেষ পর্যন্ত তাকে থাইল্যান্ড থেকে গ্রেফতার করতে সক্ষম হল পাঞ্জাব পুলিশ। জগতার সিংয়ের সহযোগী দেবী সিংকে এখনও গ্রেফতার করতে পারেনি পুলিশ। অনুমান, দেবী সিং পাকিস্তানে আত্মগোপন করে রয়েছে।

English summary
Terrorist Jagtar Singh tara arrested in Thailand
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X