For Quick Alerts
For Daily Alerts
সোপরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে জঙ্গিদের ভয়াবহ সংঘর্ষ! বন্ধ স্কুল, বিচ্ছিন্ন ইন্টারনেট
জম্মু ও কাশ্মীরের বারামুল্লা জেলার সোপরের নিরাপত্তা বাহিনীর সঙ্গে জঙ্গিদের ভয়াবহ সংঘর্ষ। বিশ্বস্ত সূত্রে খবর পাওয়ার পর এলাকা ঘিরে ফেলে তল্লাশি অভিযান শুরু করে নিরাপত্তা বাহিনী।

সূত্রের খবর অনুযায়ী, সেনা ও পুলিশের যৌথ বাহিনী সোপরের গুন্ড ব্রাথের মির মহলাল ঘিরে ফেলে। ভোর ঠেকে শুরু হয় তল্লাশি অভিযান। জঙ্গিদের লুকিয়ে থাকার নির্দিষ্ট খবর পাওয়ার পরেই অভিযান শুরু করা হয় সেখানে।
পুলিশের সূত্রে পাওয়া খবর জানা গিয়েছে, সেখানে দুপক্ষের গুলির লড়াই চলছে। এলাকা ঘিরে রাখা হয়েছে। জানিয়েছেন ওই পুলিশকর্মী।
এদিকে এই অপারেশন শুরু হওয়ার সময়েই এলাকায় ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। এলাকার শিক্ষাকেন্দ্রগুলিতে এদিনের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে।