For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

স্বাধীনতা দিবসের আগে ফাঁস নাশকতার ছক! দিল্লি আসার পথে গ্রেনেড-সহ ধরা পড়ল কাশ্মীরি জঙ্গি

কাশ্মীরে গ্রেনেডসহ গ্রেফতার হল এক সন্ত্রাসবাদী। সে দিল্লির উদ্দেশ্যে যাচ্ছিল। স্বাধীনতার দিবস উদযাপনে নাশকতা ঘটানোর পরিকল্পনা ছিল বলে পুলিশ দাবি করেছে।

Google Oneindia Bengali News

স্বাধীনতা দিবসের মাত্র কয়েকদিন আগে বড়সড় নাশকতার ছক ফাঁস হওয়ার দাবি করল কাশ্মীর পুলিশ। রবিবার জম্মু থেকে আটটি গ্রেনেড-সহ ধরা পড়েছে এক জঙ্গি। সোমবার কাশ্মীর পুলিশ দাবি করেছে, তাকে জেরা করে জানা গিয়েছে গ্রেনেডগুলি নিয়ে সে দিল্লি যাচ্ছিল আরেকজনকে দিতে। আগামী ১৫ আগস্ট এই বিস্ফোরকগুলি ব্যবহার করে বড় ধরণের নাশকতার ছক কষা হয়েছিল বলে মনে করছে নিরাপত্তাবাহিনী।

স্বাধীনতা দিবসের আগে ফাঁস নাশকতার ছক!

জম্মু পুলিশের আইজি এসডিএস জামওয়াল জানিয়েছেন, আটক জঙ্গির নাম ইরফান হুসেন ওয়ানি। সে দক্ষিণ কাশ্মীরের দাঙ্গেরপোরা-অবন্তিপোরা গ্রামের বাসিন্দা। কলেজের পড়া সেষ করেনি সে। জেরায় সে জানিয়েছে গত একবছর ধরে জাকির মুসার আনসার ঘাজওয়াদ-উল-হিন্দ জঙ্গি গোষ্ঠীর সদস্য হিসেবে কাজ করছিল।

রবিবার ছত্রি পয়েন্টের কাছে তাকে একটি ব্যাগ হাতে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখেছিল পুলিশের একটি স্কোয়াড। সেখান থেকে সে গান্ধীনগরের বাস ধরে। আগে থেকেই খবর পেয়ে বাসস্ট্যান্ডে অপেক্ষা করছিলেন নিরাপত্তাবাহিনীর সদস্যরা। বাস থেকে নামতেই তাকে আটক করা হয়। তার সঙ্গে ওই আটতি তাজা গ্রেনেড ছাড়াও ৬০ হাজার টাকাও পাওয়া গিয়েছে।

পুলিশ তার আটকের ঘটনাকে বড় সফল্য হিসেবেই দেখছে। তাদের দাবি ওই গ্রেনেডগুলি দিল্লিতে স্বাধীনতা দিবস উদযাপনের অনুষ্ঠানে সন্ত্রাস ছড়ানোর জন্য ব্যবহার করা হত। তবে নিশ্চিন্ত হওয়ার উপায় নেই নিরাপত্তাকর্মীদের। গোয়েন্দাসূত্রে খবর এসেছে, স্বাধীনতা দিবসের দিন দিল্লি অথবা জন্মুতে বড় ধরণের সন্ত্রাসবাদী হামলা হতে পারে। সেই পরিকল্পনাই করছে লস্কর-ই-তৈবা, জৈশ-ই-মহম্মদ ও হিজবুল মুজাহিদীন-এর মতো জঙ্গিগোষ্ঠীগুলি।

English summary
A terrorist was arrested with grenades in Kashmir. He was heading to Delhi. Police claim there was a plan to disturb Independence Day celebration.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X